নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
৬৫ তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় এবার জাতীয় স্তরে পূর্ব মেদিনীপুর জেলার চারজন প্রতিযোগী।গত ২২ সেপ্টেম্বর শুরু হয় এই সাঁতার প্রতিযোগিতা।শেষ দিন ছিল গত মঙ্গলবার,এই প্রতিযোগিতা শুরু হয় কলকাতার নারায়নপুর এলাকায়।
মূলত কাকলি ঘোষের হাত ধরেই শুরু হয় এই প্রতিযোগিতা।এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর পৌরসভার মেয়র কৃষ্ণ ঘোষ ও ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি।
আরও পড়ুনঃ নারায়ণগড় ব্লকে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন
এই প্রতিযোগিতায় তিনটি গ্রুপের ১৫৭ জন মেয়ে এবং ২৬৫ জন ছেলে প্রতিযোগী নিয়ে প্রায় ৯১টি ইভেন্ট সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছিল।যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ২৮ জনের দল থেকে মোট বারোটি পদক ছিনিয়ে নিল।
শেষ দিনও পাঁচটি পদক এসেছে মোট পদক সংখ্যা বারটি পূর্ব মেদিনীপুর জেলার।ইউনিয়ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান এদের মধ্যে অনুর্ধ্ব ১৯ শ্রীদীপ মন্ডল ও মিত্রজিৎ বোস,অনুর্ধ্ব সতেরো সীমা মান্না ও অনূর্ধ্ব ১৪ অনন্যা জানা জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে।এদিন কোচ দিলীপ দাস ও সহকারি সমীর দাস সকলেই ফলাফলে খুশি বলে জানান।আরো জানান আগামী দিনে তারা জাতীয় স্তরে ভালো খেলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584