তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কলকাতার এনআরএস মেডিকেল কলেজে ডাক্তার নিগ্রহের ঘটনায় যখন লাগাতার কর্মবিরতি ও একে একে গন ইস্তফা দিচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা ঠিক তখন উল্টো চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে।এখানে রোগীদের পরিষেবায় বিন্দুমাত্র খামতি দেখা গেল না ডাক্তার বাবুদের।
সকাল থেকে চিকিৎসকরা ভীষণ ব্যস্ত রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। ফলে খুশি গ্রাম গঞ্জের থেকে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা।
আজ সকালে হাসপাতালের পরিষেবা কেমন হচ্ছে তা দেখতে হাসপাতাল চত্বরে হঠাৎই সরেজমিনে খতিয়ে দেখতে আসেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কালিয়াগঞ্জ পৌরসভা র পৌরপতি কার্ত্তিক চন্দ্র পাল এবং কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায়।তারা দুজনেই হাসপাতালে এসে প্রথমে হাসপাতালে পরিষেবা নিয়ে একপ্রস্থ আলোচনা করেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ কুমার রায়ের সঙ্গে।
আরও পড়ুনঃ দাবিতে অনড় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল,জুনিয়রদের সমর্থনে গণইস্তফা চিকিৎসকদের
এরপর ডাক্তাররা কেমন পরিষেবা দিচ্ছেন তা হাসপাতাল চত্বরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেন।বিভিন্ন গ্রাম-গঞ্জে থেকে আসা রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কার্তিক বাবু এবং কালিয়াগঞ্জ থানার আইসি সীমন্ত বাবু কথা বলেন।রোগী এবং তাদের আত্মীয়রা জানান কালিয়াগঞ্জ হাসপাতালে পরিষেবা নিয়ে তাদের বিন্দুমাত্র কোন ক্ষোভ নেই।ডাক্তারবাবুরা যথেষ্ট পরিমাণে তাদের চিকিৎসার দেখভাল করছেন।
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সুপার ডক্টর প্রকাশ চন্দ্র রায় বলেন, কলকাতার এনআরএস হাসপাতালের ডাক্তার নিগ্রহের ঘটনায় তারাও ব্যথিত।কিন্তু তাদেরও একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে মানুষের প্রতি। আর সেই তাগিদে তারা এখানে কোন রকম কর্মবিরতি না করে বা চিকিৎসা পরিষেবা কোনো ব্যাঘাত না ঘটে তারা লাগাতার মানুষের পরিষেবা দিয়ে চলছেন সর্বক্ষণ।
স্টেট জেনারেল হাসপাতালে র রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্ত্তিক চন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল আগাগোড়াই ভালো পরিষেবা দিয়ে আসছে।
এই হাসপাতালে প্রথমদিকে কিছুটা সমস্যা ছিল ডাক্তারের কিন্তু এখন আর সেই সমস্যা নেই। এখানে সিজার ও ঠিক মতো হচ্ছে। হাসপাতালের ডাক্তার বাবুরা খুব ভালো পরিষেবা দিয়ে আসছে সাধারণ মানুষকে। ডাক্তারবাবুরা এন আর এস হাসপাতালের ডাক্তার নিগ্রহের ব্যাপারে ব্যাপারে ডাক্তারদের আন্দোলনে নৈতিক ভাবে তারা সমর্থন জানালেও এখানে তারা পরিষেবা ব্যাহত করেননি।
এখানে রোগী এবং রোগীর আত্মীয়দের কোন ভোগান্তির শিকার হতে হচ্ছে না কারণ এখানে সব সময় ডাক্তারবাবুরা তারা নিরলস প্রচেষ্টা চালাচ্ছে ভালো পরিষেবা সব সময় দেওয়ার জন্য। তিনি বলেন আজকে তিনি এবং রোগী কল্যাণ সমিতির সদস্য তথা কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় এ দুজনেই এসেছেন হাসপাতালে রুটিন ভিজিট করতে।
সাধারণ মানুষরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা দেখতে।তিনি বলেন হাসপাতালে পরিষেবাতে তারা খুব খুশি। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জানান, কালিয়াগঞ্জ হাসপাতালে ডাক্তারবাবু দের পরিষেবাতে তিনি ভীষণ খুশি।
কারণ এখানে এসে যা দেখলেন তাতে ডাক্তারবাবুরা নিরলস প্রচেষ্টা চালাচ্ছে সাধারণ রোগীদের চিকিৎসার ব্যাপারে।। সব মিলে এন আর এস হাসপাতাল ডাক্তার নিগ্রহের ঘটনায় যখন রাজ্যে উত্তাল হয়ে উঠেছে ডাক্তার বাবু দের আন্দোলনে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসার পরিসেবা ঠিক তখন উল্টো চিত্র ধরা পরল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের মানবিক মুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584