সুদীপ পাল, বর্ধমানঃ
সন্তান প্রসবের সময় মা কুকুর এবং তার সন্তানদের পুড়িয়ে মারার অভিযোগে বর্ধমান থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করল। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। তদন্তকারী অফিসার অনুপ দে অভিযুক্ত যাতে জামিন না পায় সেই আবেদন জানান আদালতে। ধৃত বর্ধমানের বাসিন্দা আসিয়া বিবি ওরফে আসিয়া খাতুন।
গত ৫ নভেম্বর তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য অর্ণব দাস। অভিযোগ, গত ৩ নভেম্বর বিকেলের দিকে একটি কুকুর যখন সন্তান প্রসব করছিল সেই সময় আসিয়া বিবি ওই কুকুর ও সদ্যোজাত বাচ্চাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তিনটি কুকুর ছানা ও পেটের ভিতর বাচ্চা সহ মা কুকুরটিও দগ্ধ হয়ে যায়।
পাশবিক এই ঘটনার প্রতিবাদে বর্ধমানের মানুষ সরব হয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত নেমেছিলেন বর্ধমান থানার পুলিশ।
আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্স এর ধাক্কায় মৃত ২, আহত ১
যদিও আসিয়ার দাবি, তিনি ইচ্ছা করে পুড়িয়ে মারেন নি। কুকুর মুরগির ঘরে ঢুকে ছিল কিন্তু তাড়ানো যাচ্ছিল না। তাই ঘরের মুখে আগুন ধরিয়ে দেন, যাতে ভয়ে বেরিয়ে পালায়। আগুন দেওয়ার পরেই না কি তিনি আয়ার কাজের নার্সিংহোমে চলে গিয়েছিলেন। ফলে তারপরে কি হয়েছে তিনি জানেন না।
তবে পুলিশের ভূমিকায় খুশি বর্ধমানের বাসিন্দারা। যে দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করেছেন তাতে পশুপ্রেমী সংগঠন এবং সাধারন মানুষ পুলিশকে শুভেচ্ছা জানাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584