নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কয়েকদিন আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর বুলবুল ঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলা-সহ আরও বেশ কিছু জেলায় হাজার হাজার সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ ছাত্রছাত্রীরাও করুণ অবস্থার সম্মুখীন।
এমতাবস্থায় তাদের প্রতি সমব্যথী হয়ে শনিবার মেদিনীপুর কলেজের ছাত্র সংগঠন এআইডিএসও (AIDSO) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী প্রদানের জন্য ত্রাণ সংগ্ৰহ কর্মসূচি করা হয়।
আরও পড়ুনঃ পাওয়া যাচ্ছে না মাটি, বেড়েছে মূর্তির দাম
একই সাথে ছাত্র সংগঠন ডিএসও-র (DSO) পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয় যে, সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে দিশা বেরা, মৌমিতা সাঁতরা, প্রীতি আইচ, সাব্বার হোসেন প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584