নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
নাটকের শহর বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিতের তালিকায় শহরের স্থানীয় নাট্যদলগুলি না থাকায় প্রশ্নের মুখে বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। শনিবার ছিল বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান।ফলক উন্মোচন এবং নারকেল ফাটিয়ে নব নির্মিত বালুরঘাট উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
জানা গেছে,এদিন উদ্বোধিত হওয়া বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রটির পরিকাঠামোগত দিক থেকে সমগ্র এশিয়ার মধ্যে অগ্রণী সারিতে স্থান করে নিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থ ১২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় ২০১২ সালে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী গৌতম দেবের সময়ে।
তবে মাঝপথে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র নির্মাণের প্রকল্প পরিকল্পনার একাধিক পরিবর্তন ঘটার কারনে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও কাজ থেমে যায়।এরপর রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী পদে বসার পর ফের নাট্য উৎকর্ষ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
আরও পড়ুনঃ বালুরঘাটে নাট্য উৎকর্ষ ভবনের শুভ উদ্বোধন
এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খোঁজ নেন বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র বিষয়ে।নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধক পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব ছাড়াও শনিবার বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্র প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহসভাপতি বিপ্লব মিত্র, বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ,দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তুনু চক্রবর্তী উপস্থিত থাকলেও নাটকের শহর হিসাবে রাজ্য তথা দেশের সংস্কৃতিমহলে সর্বজনবিদিত বালুরঘাট শহরের স্থানীয় নাট্য দলগুলি উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় নবনির্মিত নাট্য উৎকর্ষ কেন্দ্রের অডিটোরিয়াম অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানস্থল কার্যত ছিল নাট্যব্যক্তিত্বদের অনুপস্থিততায় প্রাণহীন ও ফাঁকা।
বিষয়টি নজরে আসার পর উদ্বোধক পর্যটনমন্ত্রী গৌতম দেবও যা নিয়ে মুখ খোলেন।পর্যটন মন্ত্রী গৌতম দেব আগামীতে নিজে ৭ দিনের একটি নাট্য কর্মশালা পরিচালনা করার কথা বলেন এদিন।শুধু তাই নয়,
এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে দেরীতে আসা মন্ত্রী পদাধিকারী ব্যক্তিদেরকে দেন সময়ানুবর্তিতার পাঠও।অপরদিকে বালুরঘাট নাট্যমন্দির নাট্য সংস্থার নাট্যব্যক্তিত্ব এই প্রসঙ্গে বলেন নাট্য উৎকর্ষ কেন্দ্রের যে উদ্বোধন হবে তা আমরা জানিনা,আমাদের জানালে বা আমাদের ডাকা হলে নিশ্চয় আমরা যেতাম।
তিনি এও বলেন কেউ ডাকল বা ডাকল না তাতে আমাদের যায় আসে না,বালুরঘাট নাটকের শহর আগামী একশো বছরেও থেকে যাবে।ঘটনায় তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার।বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার এদিন বলেন ২০১৪ সালে অর্পিতা ঘোষকে নাট্যব্যক্তিত্ব হিসাবে মানুষ কিন্তু মেনে নিয়েছিলেন।
আর এখন যখন বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র-র উদ্বোধন হচ্ছে সেখানে নাট্যব্যক্তিত্বরা উপেক্ষিত,তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে না এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। যদিওবা উদ্বোধনী অনুষ্ঠান শেষে এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ জানান স্থানীয় নাট্যদলগুলিকে তারা এই নাট্য উৎকর্ষ কেন্দ্রে নাটকের মঞ্চস্থ প্রস্তুতির জন্য বলবেন। পাশাপাশি সাংসদ অর্পিতা ঘোষ বলেন যেকোন নাট্যদলকে একটা সভায় ডাকার চেয়ে নাট্যদলগুলি নাটক মঞ্চস্থ করতে পারলে বেশী খুশি হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584