নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
১৪ জুলাই ২০১৯ তারিখ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে বহরমপুরের ‘কালচার এন্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন অ্যাকশন(CAMELIA)’ সংস্থা ভারত সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি, নিউ দিল্লী র সহযোগিতায় প্রতিবন্ধী ও সাধারন ছেলেমেয়েদের সমণ্বয়ে সুন্দর মূকাভিনয় ও নাটক কর্মশালা অনুষ্ঠিত হলো।
সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই কর্মশালা চলে।৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এই মূকাভিনয় ও নাটক কর্মশালার পরিকল্পনাকারী, পরিচালক ও প্রধান সঞ্চালক ছিলেন প্রখ্যাত মূকাভিনয় ও নাটক শিল্পী ও প্রশিক্ষক এবং CAMELIA সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা ডিরেক্টর সুজিত কুমার দাস।
এছাড়া মূকাভিনয় প্রশিক্ষক ছিলেন কোলকাতার মৌনমুখর সংস্থার ডিরেক্টর তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অতিথি মূকাভিনয় পরীক্ষক, কোলকাতার যোগেশ মাইম,অ্যাকাডেমির মূকাভিনয় শিক্ষক প্রখ্যাত মূকাভিনয় শিল্পী ও প্রশিক্ষক শান্তিময় রায় এবং নাটক প্রশিক্ষক ছিলেন উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙার ‘রূপান্তর’ নাট্যদলের প্রধান পরিচালক, নাট্যকার, অভিনেতা ও দীর্ঘ নাট্যচর্চা অভিজ্ঞতা সমৃদ্ধ নাট্যশিল্পী প্রতাপ সেন।
বহরমপুরের সুজিত কুমার দাস দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশু ও যুবদের এবং দরিদ্র তপশীলি জাতি উপজাতিদের কল্যাণে,পুনর্বাসনে, অধিকারে নিরলসভাবে কাজ করে চলেছেন।
বিশেষ করে নাটক এবং মূকাভিনয় মাধ্যমে প্রতিবন্ধী ও তপশীলি জাতি ও উপজাতি শিশু ও যুবদের মানসিক ও শারীরিক বিকাশের মাধ্যমে সমাজের মূল স্রোতে আনার কাজে তিনি সিদ্ধহস্ত এবং তিনি সফল হয়েছেন।
তাঁর কথায় “প্রতিবন্ধীদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব দূর করে ইতিবাচক মনোভাব তৈরি করতে গেলে তাদের শুধুমাত্র প্রতিবন্ধীদের সঙ্গে মেলামেশা করালে চলবে না।
তাদের সাধারণদের সাথে মেলামেশা বেশী করানোর বিষয়ে উদ্যোগী হতে হবে। সমাজের অন্যান্যদের এগিয়ে আসতে হবে। নাটক ও মূকাভিনয় শিল্পই পারে প্রতিবন্ধী ও সাধারণদের একসাথে অংশগ্রহণ করিয়ে সাধারণ ও প্রতিবন্ধীদের মানসিক ভাব বদলাতে। তাই এই অভিনব কর্মশালার আয়োজন।”
আরও পড়ুনঃ পরিবেশ ও জলসম্পদ রক্ষার্থে পথনাটিকা
মুর্শিদাবাদ জেলায় এই ধরনের কর্মশালা এই প্রথম। শুধু মুর্শিদাবাদ কেন পশ্চিমবঙ্গ তথা ভারতেও এই ধরনের কর্মশালা সম্ভবত হাতে গোনা। শুধু এই কর্মশালা বলে নয়, সাড়া বছর ধরে সুজিত কুমার দাস এমনভাবেই মূকাভিনয় ও নাটক মাধ্যমে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছেন।
তাঁর নিজস্ব মস্তিষ্ক প্রসূত প্রজেক্ট ” INCLUSION FOR DIFFERENTLY ABLE THROUGH THEATRE PRACTICE AND EDUCATION” এরই অংশ এই মূকাভিনয় ও নাটক কর্মশালা। তাই তিনি এই কর্মশালার নাম দিয়েছেন “MIME & THEATRE WORKSHOP FOR DIFFERENTLY ABLE AND ABLE PERSON”
এদিনের কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি মুর্শিদাবাদ জেলা জণশিক্ষা আধিকারিক শ্রী সঞ্জয় বন্দোপাধ্যায়।
অন্যান্য স্বর্ণালি অতিথিবৃন্দ ছিলেন রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ভারত সরকারের রাষ্ট্রপতি পুরস্কার ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত কৃতি শিক্ষক শ্রী আকমল হোসেন, ভারতের প্রবাদপ্রতিম উচ্চাঙ্গসংগীত শিল্পী মুর্শিদাবাদের ওস্তাদ কাদের বক্স এর সুযোগ্য দৌহিত্র্য শ্রী দাউদ হোসেন, মুর্শিদাবাদ জেলার অন্যতম নীলিমা প্রভা মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অর্কনারায়ন দলুই প্রমূখ।
কর্মশালাতে ৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেছে। নীলিমা প্রভা মূক ও বধির বিদ্যালয়ের ৮ জন, রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের ২ জন, বহরমপুর নবদিশা মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১ জন, ক্যামেলিয়া সংস্থার ১ জন এবং মুর্শিদাবাদের সারগাছি থেকে ১ জন।
শিক্ষার্থীদের বিনামূল্যে এই প্রশিক্ষণ দেবার পাশাপাশি ক্যামেলিয়া সংস্থা সকালে টিফিন ও দুপুরের খাবার এর ব্যবস্থা করেছিল। প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে সুন্দর সার্টিফিকেট দেওয়া হয়। কর্মশালা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ভীষন আনন্দ পেয়েছে।
তারা এমন অভিনব কর্মশালাতে উপস্থিত হয়ে হৃদয়ে এক সুন্দর অনুভূতি পেয়েছে। সর্বোপরি প্রতিবন্ধী ও সাধারণ ছেলেমেয়েদের মানসিক বাঁধা দূর হয়ে একে অপরের সাথে দারুনভাবে মিশে গিয়েছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধুত্ব গড়ে উঠেছে।
পূর্বের খবর: বিচিত্রা-র শিশু-কিশোর নাট্য কর্মশালা
এখানেই ক্যামেলিয়া ও সুজিত কুমার দাস সফল হয়েছেন এবং শিক্ষার্থীগণ সার্থকতা লাভ করেছে। দীর্ঘদিন ধরে এমনভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্ সুন্দর বাঁধামুক্ত পরিবেশ সৃষ্টি করবার জন্য সুজিত কুমার দাস ২০১১ সালে মহ সরকারের সমাজকল্যাণ দপ্তরের মনোনয়নে তৎকালীন মহামান্য রাজ্যপাল সম্মানীয় শ্রী এম কে নারায়নন মহোদয়ের হাত থেকে “সারা রাজ্যে প্রতিবন্ধী কল্যাণে শ্রেষ্ঠ ব্যক্তি” র পুরস্কার হিসাবে স্বর্ণপদক এবং ২০১৪ সালে কোলকাতার রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব থেকে কৃতি সমাজসেবী হিসাবে “প্রিয়দর্শী চ্যাটার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড” লাভ করেছেন।
তিনি নাটক বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি এবং শ্রবণ প্রতিবন্ধী বিষয়ে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিশেষ বি এড ডিগ্রি লাভ করেছেন।
এছাড়া ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা আকাদেমি থেকে নাট্যাভিনয়ে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম “শমীন্দ্রনাথ ঠাকুর মেধাবৃত্তি”, ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য ছাত্র যুব উ্ৎসবে আন্ত রাজ্য মূকাভিনয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকার, ২০০০ সালে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ছৌনৃত্য সংগীত বিষয়ে ন্যাশনাল স্কলারশিপ লাভ করেছেন।
ক্যামেলিয়া সংস্থা ও সুজিত কুমার দাস আগামী দিনে ২/৩ দিনের আবাসিক কর্মশালা করবার পরিকল্পনা গ্ৰহন করেছেন বলে জানালেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584