উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা

0
580

মনিরুল হক,কোচবিহারঃ

The drawing competition by North Bengal Development Department
নিজস্ব চিত্র

অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারে। আজ দুপুরে কোচবিহার ল্যান্সডাউন প্রাঙ্গনে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার সুচনা হয়। এদিনের এই অঙ্কন প্রতিযোগিতার সুচনা কালে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধক্ষা শুচিস্মিতা দেবশর্মা, জেলাপরিষদ সদস্য পঙ্কজ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ ভট্টাচার্য, সদর মহকুমা শাশক সঞ্জয় পাল সহ আরও অনেকে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে এই বিরাট অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা গেছে, শিশু বিভাগ থেকে শুরু করে সর্ব সাধারন বিভাগ মিলিয়ে ৫০০ রও বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ বিশ্ব উষ্ণায়ন বিষয়ে অঙ্কন প্রতিযোগিতা

কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার ল্যান্স ডাউন হলে এই বিরাট অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই অঙ্কন প্রতিযোগিতা মুলত উত্তরবঙ্গ উৎসবের একটি অঙ্গ। এই অঙ্কন প্রতিযোগিতা বাকি ছিল এদিন সেই প্রতিযোগিতা হয়ে গেল বলে তিনি জানান। তিনি আরও বলেন, আঁকার মান বিচার করে পুরস্কার প্রদান করা হবে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here