সুদীপ পাল,বর্ধমানঃ

বালির গাড়িতে বলি হলেন এক বৃদ্ধ। বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল গলসি থানার পারাজ-শিল্ল্যাঘাট রোডের জাগুলিপাড়ার বাসিন্দা ইউসুফ শেখ (৫৫) এর। স্থানীয় সূত্রে জানা যায় সাইকেল নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। রাস্তার একেবারে বাঁ দিক ঘেষে সাইকেল চালাচ্ছিলেন ইউসুফ।
সেই সময় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিকরা বালিবোঝাই ট্রাক পরীক্ষা করছিলেন। একটি ট্রাক দ্রুত পালাতে গিয়ে ধাক্কা মারেন তাঁকে। ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং ট্রাকটি তাঁকে পিষে দেয়। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, জাতীয় সড়ক ২ নম্বরে পারাজ মোড় থেকে শিল্ল্যাঘাট পর্যন্ত দুপাশের রাস্তায় বেআইনিভাবে ট্রাক দাঁড়িয়ে থাকে এবং বারবার গলসি এই অঞ্চলে দুর্ঘটনা ঘটছে।
আরও পড়ুনঃ বালি বোঝাই ট্রাকে বালি চাপা অবস্থায় মৃতদেহ উদ্ধার
দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। স্থানীয়রা বলছেন পুলিশ বেআইনি পার্কিং গুলোর ক্ষেত্রে সেভাবে কোন ব্যবস্থা নেয় না ফলে দিনের পর দিন দাড়িয়ে থাকে ট্রাক এবং এদিন যেটি হয়েছে তা হল পুলিশি নজরদারি এড়াতে ট্রাকটি দ্রুতগতিতে পালাতে গিয়ে এই দুর্ঘটনা।
গলসি ১ ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ফজিলা বেগম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বেআইনি বালি মজুদ করে যাঁরা রাখছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584