রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের মোট দশটি বুথ পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত হতে চলেছে।
জেলা নির্বাচন আধিকারিক ডঃ পি উলাগানাথানের উদ্যোগে এই অভিনব আয়োজন যেখানে নিরাপত্তার দায়িত্বেও থাকবেন মহিলা নিরাপত্তারক্ষীরা।
এই তিন ভোটগ্রহনকেন্দ্র হল বহরমপুর কাশীশ্বরী গার্লস স্কুল,বহরমপুর পুরসভা এবং রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়।বহরমপুর শহরের মধ্যেই অবস্থিত এই তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের ৭২/১০৮ থেকে ৭২/১১৯ নম্বর পর্যন্ত দশটি বুথের ভোটকর্মীরা আগামীকাল ডিসিআরসিতে পৌঁছাবেন,সেখান থেকে তাঁদের ভোটগ্রহণের প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করবেন।
আরও পড়ুনঃ কল্যাণীতে প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় নুসরাত
মুর্শিদাবাদ জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের রাত্রিবাসের আয়োজন করা হবে,সেখান থেকেই তাঁরা ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দায়িত্ব পালন করবেন।
রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হলেও এতদিন ভোট পরিচালনায় পুরুষের একাধিপত্যই ছিল সেই আধিপত্য ভাঙতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণে মহিলাদের এই দায়িত্ব বন্টন এক মাইল ফলক হয়ে থাকবে বলেই সংশ্লিষ্ট মহলের অভিমত।
একই সাথে রাজনৈতিক দলগুলিকে এক প্রকার চ্যালেঞ্জ,তারা এই বুথগুলিতে মহিলা এজেন্ট নিয়োগ করে কিনা সেটাও দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584