হুড খোলা জিপে চড়ে প্রচার শুরু অমর সিং রায়ের

0
86

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

The election promotion by amar singh rai
নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের দিন ঘোষনা হতেই প্রচারে নেমে পড়েছে সব দল।যদিও ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।এইবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা অমর সিং রাইকে।

The election promotion by amar singh rai
নিজস্ব চিত্র
The election promotion by amar singh rai
নিজস্ব চিত্র

এদিন সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অমর সিংহ রাই।বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন পর্যটন মন্ত্রী গৌতম দেব, জিটিএর এর চেয়ারম্যান বিনয় তামাং।

আরও পড়ুনঃ দেওয়াল লিখনেই দিব্যেন্দুর প্রচার শুরু

বাগডোগরা বিমানবন্দরে অমর সিংহ রাই কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী-সমর্থকরা। এরপর বাগডোগড়া বিমানবন্দর থেকে হুড খোলা জিপে ঈরে সড়ক পথে বাগডোগরা,শিব মন্দির,দার্জিলিং মোড় হয়ে সোজা চলে যান দার্জিলিংএ।

তবে দার্জিলিং লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে। অপরদিকে তৃণমূল মনোনীত প্রার্থী অমর সিংহ রাই বলেন যে আমি আত্মবিশ্বাসী যে লোকসভা নির্বাচনে জয়ী হব। কারন সাধারন মানুষ আমাদের সাথে আছেন। অন্যদিকে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন যে রেকর্ড ভোটে অমর সিংহ রাই জিতবে। আমরা ২০০% আত্মবিশ্বাসী।তবে দেখার বিষয় পাহাড়বাসী কাকে বেছে নেয়।সেই দিকে তাকিয়ে সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here