নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামে দাপিয়ে বেড়ালো কম করে ১৫-২০ টি বুনো হাতি। এই ঘটনায় এলাকারবাসি-সহ কৃষিজীবিরা আতঙ্কিত। গতকাল রাতে স্থানীয় মানুষের অভিযোগ, সন্ধ্যা হতেই হাতির দল গ্রামে ঢুকে পড়ে পাকা ধানের লোভে। গতকালও তার কোনও ব্যাতিক্রম ঘটেনি। গতকাল আনুমানিক রাত দশটা নাগাদ এলাকায় ওই বুনো হাতির দল ঢুকে ধানক্ষেতের বিশাল ক্ষতি করে।
জানা গেছে, শীতের শুরুতে বিশেষত ধান পাকার সময় থেকেই এলাকায় ফসলের ক্ষেতগুলিতে হাতির হানা বেড়ে যায়। এ বছরও কৃষকরা নিজেদের জমিতে ধান লাগিয়েছেন।
আরও পড়ুনঃ ‘রুল বুক’ মেনে কাশ্মীরে পড়ুয়াদের ঘাড়ে লেট ফাইনের বোঝা
কিন্তু হাতির হানার ভয়ে সময়ের আগেই ফসল ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই এলাকার প্রায় বেশিরভাগ জমির ধান কেটে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রোহিত উরাও জানান, “গতকাল রাত ১০ টা নাগাদ ১৫-২০ টি বিশাল হাতি আমাদের এলাকায় ঢুকে তান্ডব চালায়। লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে দেখি হাতির তান্ডবলীলা। পাকা ধানের লোভে প্রায় প্রত্যেক দিন হাতি হানা দিচ্ছে আমাদের গ্রামে। গতকালও একই ঘটনা ঘটেছে। কিছু ধান খেয়েছে , আর কিছু নষ্ট করেছে। ফলে অনেক টাকার ধান নষ্ট হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584