গভীর রাতে হাতির হানা, মৃত্যু প্রৌঢ়ের

0
77

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

elephant attack in midnight | newsfront.co
নিজস্ব চিত্র

ফের হাতির হানায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। ঘটনায় শোকের ছায়া। আলিপুরদুয়ার উত্তর জিৎপুর এলাকায় গতকাল গভীর রাতে ঘটে এই ঘটনা।

elephant attack in midnight | newsfront.co
নিজস্ব চিত্র

জানা যায়, রাত ১ টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম দমনপুর রেঞ্জের জঙ্গল থেকে বেড়িয়ে আসে একটি দাতাল হাতি। এলাকায় ঢুকে পাকা ধান, এবং কলা গাছ খেতে থাকে। আশেপাশের মানুষ হাতির শব্দে ঘর থেকে বেড়িয়ে আসে ভয়ে।

elephant attack in midnight | newsfront.co
নিজস্ব চিত্র

একই ভাবে বৃদ্ধ ও তার স্ত্রী নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় আসলে। সামনে পড়ে যায় হাতির। স্ত্রী পালাতে সক্ষম হলেও অন্ধকারে বৃদ্ধ হাতির আক্রমনের শিকার হয়। স্থানীয়দের অভিযোগ তাকে পিষে দিলে তার কোমর, হাঁটু ভেঙে যায়।

আরও পড়ুনঃ আমতায় দামোদর মেলা

পড়ে থাকে রাস্তায়। এরপর প্রায় ৩০ মিনিট তান্ডবের পর হাতিটি জঙ্গলে চলে গেলে স্থানীয়রা উদ্ধার করে বৃদ্ধকে। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে বৃদ্ধ সাধন চন্দ্র দাস(৭৫)-কে। এলাকায় শোকের ছায়া। বনদপ্তর ঘটনাস্থলে।

পশ্চিম দমনপুর রেঞ্জ আধিকারিক নরেন দত্ত জানান, দুখঃজনক ঘটনা। দাঁতাল হাতিটি হঠাৎ এমন আচরন কেন করলো, নজর রাখা হচ্ছে। মৃতের পরিবারকে নিয়ম অনুসারে ক্ষতিপূরন দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here