নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
হাতির হানা ক্রমশ বেড়েই চলেছে মাদারিহাট বীরপাড়া ব্লকে।হাতির অত্যাচার থেকে রেহাই পায়নি বন্ধ চা বাগানের আধপেটা খাওয়া শ্রমিকরা।ফের শনিবার গভীর রাতে ব্লকের বন্ধ মুজনাই চা বাগানের ৫নং লাইনে হানা দিয়ে ভাঙলো ছবি লাল উরাও এবং অন্দু মাহালির দুইটি পৃথক শ্রমিক আবাস।রেহাই পায়নি রেশন দোকান। ছবিলাল উরাও জানান,গভীর রাতে ১০/১২ টি হাতির দল আচমকা হানা দিয়ে ঘরের দেয়াল ভেঙ্গে চাল,ডাল খেয়ে তচনছ করে চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, এমনিতেই বাগানটি বন্ধ।তার উপর প্রায় রাতেই হাতি হানা দিয়ে ক্ষতি করছে।সরকারি সাহায্য বলতে অনেক দৌড় ঝাঁপ করে কপালে জোটে শুধু মাত্র একটি সরকারি পলিথিন ত্রিপল।দুবেলা পেট ভরে খাবার জোটে না।
আরও পড়ুনঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষিফসল,দুঃশ্চিন্তায় স্থানীয়রা
তাই ঘর সারাই করা তাদের কাছে স্বপ্ন ছাড়া কিছুই নয়।তাদের অভিযোগ ভোটের আগে নেতারা নানান প্রতিশ্রুতি দিয়ে যান,কিন্তু দুর্দিনে তারা পাশে দাঁড়ান না।
মাদারিহাট বন দপ্তরের রেঞ্জার খগেশ্বর কাজী বলেন, “চা বাগানে ক্ষতিপূরন দেবার ব্যবস্থা নেই।” নিত্য দিন হাতির তাণ্ডবে রীতিমত দুর্ভোগে স্থানীয় শ্রমিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584