নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

লাগাতার বুনো হাতির হানায় আতঙ্কিত ও ক্ষতিগ্রস্থ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের প্রত্যন্ত এলাকা খোকলা বস্তি এলাকার বাসিন্দারা।প্রতিনিয়তঃ রাতে হাতি গ্ৰামে হানা দিচ্ছে।গতকাল রাত আনুমানিক ১২ টার সময় বক্সা জঙ্গল থেকে হাতি গ্ৰামে ঢুকে পড়ে এবং গ্ৰামে তাণ্ডব চালায়।


আরও পড়ুনঃ ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে

হাতি হানা দিয়ে রাজু কামি, লিলি ভূজেল, কানছা কামি, রঞ্জনা কামি, কানছি কামিদের ঘর ভেঙ্গে দিয়ে তছনছ করে এবং ঘরে সঞ্চিত রাখা চাল,শস্য খেয়ে তারপর আবার জঙ্গলে চলে যায়।এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, প্রতি রাতে হাতি আসছে।এলাকার সুপারি গাছ ভেঙে দিচ্ছে ঘর ভেঙে দিচ্ছে, আর কিছুদিন যাবৎ ধরে রাতে বিদ্যুৎ পরিষেবা থাকছে না যার দরুণ পুরো এলাকা অন্ধকার থাকায় হাতির হানা বেশি মাত্রায় শুরু হয়েছে গ্রামে,এমনটাই অভিযোগ করেন এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584