আসানসোল স্টেশনে চার চলমান সিঁড়ির অনুমোদন

0
101

সুদীপ পাল,বর্ধমানঃ

the elevator start in the station of asansol
নিজস্ব চিত্র

বণিক সংগঠনের প্রতিনিধিরা এবং নিত্যযাত্রীদের একাংশের লাগাতার অভিযোগের পর যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে আসানসোল স্টেশনে আরো চারটি চলমান সিঁড়ি বসানো এবং একটি ফুট ওভারব্রিজ তৈরির কথা ঘোষণা করল রেল।আসানসোল ডিভিশনের কর্তারা জানান,যে দুটি বিষয়ে অভিযোগ ছিলো সেই সমস্যা সমাধানে তাঁরা এই প্রস্তাব দিয়েছিলেন।

প্রস্তাব অনুমোদিত হয়েছে। অভিযোগ ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সংযোগকারী ফুট ওভারব্রিজগুলির সংস্কার হয় না। একটি চলমান সিঁড়ি সহ নতুন একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি ছিল।

ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা না থাকা এবং ট্রেন প্রায় এসে যাওয়ার মুহূর্তে ঘোষণা করার বিষয়গুলি নিয়েও অভিযোগ জানিয়েছিলেন নিত্যযাত্রীরা। বস্তুত সংকীর্ণ ফুট ওভারব্রিজ দিয়ে প্রায় শেষ মুহূর্তে ট্রেন কোন প্লাটফর্মে আসছে তা ঘোষণা করার ফলে হাজার হাজার যাত্রীকে ট্রেন ধরতে ছুটতে হয়।

আরও পড়ুনঃ যাত্রীদের সুবিধার্থে রেল স্টেশনে চলমান সিঁড়ি

অনেকেই ট্রেন ধরতে পারেন না, অনেকেই পড়ে গিয়ে চোট পান। উল্লেখ্য, আসানসোল জংশনে মানুষের ভিড় লেগেই থাকে।একদিকে বর্ধমান, হাওড়া আসার মানুষ যেমন থাকেন অন্যদিকে ঝাঝা বা পুরুলিয়া বা গোমো স্টেশনে যাওয়ার জন্য মানুষকে আসতে হয় আসানসোলে।ফলে যাত্রী সুরক্ষার প্রশ্ন বরাবরই থেকে গিয়েছিলো নিত্যযাত্রীদের অভিযোগে।

যদিও রেলের দাবি,গত দেড় বছর ধরে যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্প রূপায়ণ করা হয়েছে।ডিআরএম (আসানসোল) প্রশান্তকুমার মিশ্র বলেন, সবসময়ই যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।এসবের সাথে স্টেশনের সৌন্দর্যায়নের কাজটিও সমানতালে চলছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here