বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধনে বিধায়ক থেকে কর্মাধ্যক্ষ

0
179

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

The English medium school inauguration by directorThe English medium school inauguration by director
নিজস্ব চিত্র

আজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মথুরাপুরে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের।ভারতবর্ষের নামী একটি মিডিয়া সংস্থার এটি একটি প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের কর্ণধার জেলার বিশিষ্ট সমাজসেবী ইমানি বিশ্বাস।

The English medium school inauguration by director
নিজস্ব চিত্র

তার প্রধান লক্ষ্য জঙ্গিপুরের ছেলেমেয়েরা যাতে সঠিক মানের ইংরেজি শিখে ভবিষ্যৎ সুদৃঢ় করে। শাহজাহান বিশ্বাস কথায় আমাদের জেলায় বহু স্কুল আছে, সেখানে বাংলা এবং উর্দু শেখানো হয়।

The English medium school inauguration by director
নিজস্ব চিত্র
The English medium school inauguration by director
নিজস্ব চিত্র

কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।মঞ্চে উপস্থিত ছিলেন আলতাব হোসেন ইমানী বিশ্বাসের পিতা, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, জেলা পরিষদের দুই
কর্মাধ্যক্ষ অশেষ ঘোষ ও মইদুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবী খলিলুর রহমান এবং স্কুলের প্রিন্সিপাল।

আরও পড়ুনঃ কোচবিহারে প্রথম সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন

The English medium school inauguration by director
নিজস্ব চিত্র
The English medium school inauguration by director
নিজস্ব চিত্র

রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বললেন ইংরেজি শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এবং এই বিষয়টিকে বলতে গিয়ে তিনি নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সকলের সামনে। দিল্লিতে একটি কনফারেন্সে যোগ দিয়েছিলেন এবং সেখানে ইংরেজি ভাষায় কমজোর হওয়ার কারণে ওনাকে সমস্যায় পড়তে হয়েছিল।

The English medium school inauguration by director
নিজস্ব চিত্র
The English medium school inauguration by director
নিজস্ব চিত্র

সেখানে গিয়ে উনি ওনার বক্তব্য সঠিকভাবে সকলের সামনে তুলে ধরতে পারেন নি।তাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনার ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক মানের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন,যাতে ওনার মতো পরিস্থিতিতে না পড়তে হয়। আর তাই উনি ওনার ছেলে মেয়েদের বাইরে পাঠিয়েছেন। এবং এই স্কুলটি গড়ে ওঠার ফলে জঙ্গিপুরের নতুন প্রজন্মদের আর বাইরে গিয়ে পড়াশোনা না করে নিজের জায়গায় থেকে ভালো ভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন এটা ভেবে এবং দেখে উনি যথেষ্ট খুশি প্রকাশ করেছেন।

The English medium school inauguration by director
নিজস্ব চিত্র
The English medium school inauguration by director
নিজস্ব চিত্র

ইমানি বিশ্বাস জানালেন, বাচ্চাদের সুবিধার্থে সব রকম সুযোগ-সুবিধা করা হয়েছে এই স্কুলে।বাচ্চারা যাতে খুশি হয় সেই কারণে ক্লাসরুমগুলিকে অভিনব কায়দায় সাজিয়ে তুলেছেন। ক্লাসরুম গুলিকে বাতানুকূল করা হয়েছে এবং সেই সঙ্গে যে বাসে করে বাচ্চারা আসবে সেটিতেও বাতানুকূলের ব্যবস্থা করা হয়েছে।এই স্কুল একবারে নার্সারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গড়ে উঠবে। সবে শুরু আগামী দিনে আরও অনেক চিন্তা-ভাবনা নেওয়া হবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here