পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগতে থাকলেও মানুষের মনোরঞ্জনের জন্য এই সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস নিয়ে উত্তর দিনাজপুর জেলার মানুষের কাছে হাজির এম্পায়ার সার্কাস। কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল মাঠে রবিবার সন্ধ্যায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল একমাসব্যাপী এই সার্কাস খেলা।
আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সার্কাস দেখানোর উদ্যোগ প্রশাসনের
প্রতিদিন তিনটি করে শো হবে।দুপুর একটা, বিকাল চারটা এবং সন্ধ্যা সাতটায়।কুকুর,টিয়া, কাকাতুয়া সহ নানান পশু পাখির খেলার সাথে সাথে থাকছে আফ্রিকান পুরুষদের ও রোমান মহিলাদের নানান নৃত্য ও খেলা।সাথে থাকছে আড়াই ঘণ্টা ধরে বিভিন্ন খেলা ও জোকারদের হাস্যরস, যার মাধ্যমে মনোরঞ্জন করা হবে বলে জানান ইম্পেয়ার সার্কাসের কর্মিরা।
সার্কাসের ম্যানেজার বলেন,বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।সেইসাথে সার্কাসের কর্মীদের রোজ খাওয়ার যোগান করে দিতে পারছি। জানি না কতোদিন এইভাবে চলবে।তবে সমস্ত দুঃখ কষ্ট লুকিয়ে মানুষের মনোরঞ্জন করার চেষ্টা চলিয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584