মোরগ লড়াই ঘিরে উদ্দীপনা,যৌক্তিকতার প্রশ্ন পশুপ্রেমীদের

0
93

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

the enthusiasm for cock fighting
নিজস্ব চিত্র

প্রাচীন সিন্ধু সভ্যতা আমলের মানুষদের বিনোদনী ক্রীড়া মোরগ লড়াই আজও দৃশ্যমান দক্ষিণ দিনাজপুর জেলার গ্রাম্য এলাকার আনাচে কানাচে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি আজও জেলার চিঙ্গিসপুর এলাকার গোপালপুর, মগারামপুর,মাটিকাটা, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাগলিগঞ্জ এলাকার মহালা, অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকায় এবং বালুরঘাটের ৩নং চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন প্রভৃতি এলাকাগুলিতে মোরগ লড়াই যেন বর্তমানে বিনোদনী অবসর কাটানোর ক্রীড়া।যদিওবা প্রায় ছয় হাজার বছর পূর্বে পারস্যে শুরু হওয়া এই বিনোদনী ক্রীড়া দক্ষিণ দিনাজপুর জেলায় চলছে বিগত ৩০-৪০ বছর ধরে এমনটাই জানিয়েছেন এই জেলার অধিকাংশ বাসিন্দারা।জানা গেছে কালীপূজোর পরদিন থেকে বসন্ত উৎসব সময়কালীন পর্যন্ত সময়ে প্রতি সপ্তাহের একেক দিন একেক জায়গায় হিসাবে দক্ষিণ দিনাজপুর জেলার উপরোক্ত এলাকাগুলিতে বসছে মোরগ লড়াই-এর আসর।বালুরঘাটের ৩নং চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন এলাকার গোরস্থান সংলগ্ন মাঠে এদিন মোরগ লড়াই-এর আসর দেখতে ছিল জমজমাট ভীড়।এদিন মোস্তাফাপুর, কৃষননগর প্রভৃতি এলাকার মানুষরা ছাড়াও চড়ুইভাতি সেরে বাড়ী অভিমুখে ফেরা পথচলতি প্রচুর মানুষ ভীড় জমান মোরগ লড়াই দেখতে কুয়ারন মাঠে।অস্তমিত হতে চলা সূর্যের আলোয় এদিন নিজেদের মোরগ নিয়ে লড়াইয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মোরগটির এক পায়ে চাকু লাগিয়ে বিপক্ষের মোরগের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ করা মাত্র ভীড় করা দর্শকদের উচ্ছ্বাস। এরপর লড়াইয়ে বিজয়ী মোরগের মালিকের পরাজিত মোরগটিকে পুরস্কারস্বরুপ নিজ অধিকারে নেওয়ার রীতি।এদিন চড়ুইভাতি সেরে বাড়ী ফেরার পথে কুয়ারন মাঠে মোরগ লড়াই দেখতে দাঁড়িয়ে পড়া বালুরঘাট শহরের সাহেব কাছাড়ি এলাকার বাসিন্দা তপব্রত সরকার বলেন আমরা আগে শুনেছি মোরগ লড়াই-এর কথা কিন্তু কোনদিন দেখিনি। ভালই লাগছে দেখতে।অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নিজের মোরগ নিয়ে প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী প্রতিযোগী জানান আজ পুরস্কার স্বরুপ তার ঝুলিতে ২টি মোরগ পেয়েছেন।তবে সিন্ধু সভ্যতা সময়কার মানুষদের এই বিনোদনী ক্রীড়ার বর্তমান সময়ে আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার পশু প্রেমীরা।

আরও পড়ুন: ধর্মঘট ভাঙতে গিয়ে পুলিশের সাথে হাতাহাতি রানিগঞ্জে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here