উৎসবের আনন্দ পর্যবসিত শঙ্কায়, বাজির দাপটে বিষাক্ত বাতাস

0
38

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

আলোর রোশনাইতে আনন্দ ও প্রশান্তি রূপান্তরিত হল বিপদ ও দুশ্চিন্তার চেহারায়। অন্তত রাজধানী দিল্লির চেহারাটা এরকমই। সোমবার সকালে সাফার(সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ)-এর গণনা অনুযায়ী দিল্লির বাতাবরনের অবস্থা ছিল ‘ভেরি পুওর’, যা অত্যন্ত চিন্তার।

the environment pollution for fireworks | newsfront.co
সংবাদ চিত্র

শব্দবাজি ও আতসবাজি পোড়ানোর সাথে দূষণের মাত্রা যে বাড়ে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু সেই দূষণের মাত্রা শঙ্কাজনক সীমা পেরিয়ে গেলেই বিপদ। সাফার এর গণনা অনুযায়ী সোমবার দিল্লির বাতাসে উই আওয়ার্স (রাত ১টা থেকে ভোর ৪টা) এ ২.৫ পিএম (পার্টি০কুলেট ম্যাটার) দূষণের মাত্রা ছিল সর্বোচ্চ।

the environment pollution for fireworks | newsfront.co
সংবাদ চিত্র

একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লির সর্বোচ্চ দূষিত এলাকাগুলি হল, দিল্লি ইউনিভার্সিটি (নর্থ ক্যাম্পাস), পুসা, রোহিনী, পঞ্জাবি বাগ, ওয়াজিরপুর, জাহাঙ্গিরপুরী, ডিটিইউ এবং বাওয়ানা এবং সর্বনিম্ন দূষিত এলাকাগুলির মধ্যে পড়ে আয়ানানাগ, গুরুগ্রাম ও নেহরু স্টেডিয়াম।

আরও পড়ুনঃ নিষিদ্ধ বাজি ধরতে অভিযান শুরু বর্ধমান পুলিশের

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর গণনা অনুযায়ী, আজ সকালে চাঁদনি চকে পিএম ২.৫ এবং পিএম ১০ এর মাত্রা ছিল যথাক্রমে ৪২৩ ও ৪৬২। অন্যদিকে লোধি এলাকায় পিএম ২.৫ এর মাত্রা ছিল ৫০০ এর কাছে। একিউআই এর মতে, দূষণের মাত্রা ০-৫০ এর মধ্যে থাকলে সেটিকে বিচার করা হয় ‘গুড’(ভালো) হিসাবে। ৫১-১০০ থাকলে ‘স্যাটিসফ্যাক্টরি’(সন্তোষজনক), ১০১-২০০ থাকলে ‘মডারেট’(মাঝারি), ২০১-৩০০ থাকলে ‘পুওর’(আশঙ্কাজনক), ৩০১-৪০০ থাকলে ‘ভেরি পুওর’(খুবই আশঙ্কাজনক) এবং ৪০১-৫০০ হলে ‘সিভিয়র’(তীব্র)।

দীপাবলির রাতে শব্দবাজি ও আতসবাজিতে মেতে উঠেছিল গোটা দেশ। আনন্দের চোটে দূষণের কথা মাথা থেকে বেরিয়ে যায় সবারই। তবে দিল্লিতে বাতাসে দূষণের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা কলকাতা অথবা মুম্বইয়ে অত ভয়ঙ্কর রূপে দেখা দেয়নি। সোমবার কলকাতায় একিউআই ২০০ ছাড়ায়নি, যা অনেকটাই স্বস্তিফায়ক। পাশাপাশি মুম্বইতেও এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০০-র নীচেই ঘোরাফেরা করেছে।

গত বছর অবশ্য কলকাতায় দূষণের মাত্রা এর থেকেও কম ছিল। দীপাবলির আগে গত বছর কলকাতা পুলিশ ও দূষণ নিয়ন্ত্রক পর্ষদ সচেতনতা বাড়াতে ও দূষণ রুখতে নেমেছিল রাস্তায়। জায়গায় জায়গায় নাকা চেকিং ও তল্লাশি চালানো হয়েছিল। উদ্ধার হয়েছিল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। গতবার দীপাবলির পর দিল্লির সর্বোচ্চ একিউআই ছিল ৬০০-তে, যা নিরাপদ অবস্থানের চেয়ে ১২ গুণ বেশি বলে ধরা হয়। ২০১৭ সালে দিল্লির একিউআই ছিল ৩৬৭।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here