মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতা পদযাত্রা মেদিনীপুরে কর্মসূচি

0
173

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বহুমুখী কর্মসূচির মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পুরসভার আট দিনের পরিবেশ সচেতনতা কর্মসূচি।কঠিনবর্জ‍্য ব‍্যবস্থাপনা,জল অপচয় রোধে প্লাস্টিক বর্জনকে সামনে রেখে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ৮ দিনব্যাপী পরিবেশ সচেতনতা মূলক নানা কর্মসূচি।

environmental awareness workshop | newsfront.co
নিজস্ব চিত্র

তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।এদিন সকালে পালবাড়িতে কংসাবতী পাড়ে অবস্থিত পাঁচিল ঘেরা শিশু সমাধিস্থলে প্রায় একশোটি চারাগাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচি।নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন মেদিনীপুর মহাকুমা শাসক তথা পৌর প্রশাসক দীননারায়ণ ঘোষ,প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান,পুরসভার একজিকিউটিভ অফিসার মদনমোহন দে, ফিনান্স অফিসার কৌশিক রানা,স‍্যানিটারী অফিসার শৈবাল গিরি,এনইউএলএম স্কীমের সিটি ম‍্যানেজার দেবজিৎ সাঁতরা সহ অন্যান্য আধিকারিক,স্বসহায়ক দল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকরা।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সুদীপ কুমার খাঁড়া,সৌনক সাহু, শুভ্রাংশু সামন্ত,সৌমিত্র পড়‍্যা, মাসা’র পূর্ণেন্দু শেখর কালী,অভিজিৎ দে,জঙ্গলমহল উদ‍্যোগের অমিত সাহু, মেদিনীপুর সমন্বয় সংস্থার মানিক চন্দ্র ঘাঁটা,হেল্পিং হ‍্যান্ডের বিশ্বনাথ দিকপতি,দুঃস্থের ছায়ার ওয়াসিম আহমেদ,নবদিগন্তের ফারুক খাঁন, ছাত্রসমাজের কৌশিক কঁচ,ভলেন্টারী ব্লাড ডোনার্স ফোরামের অসীম ধর প্রমুখ।

আরও পড়ুনঃ পরিবেশ সচেতনতা পদযাত্রা মেদিনীপুরে

পাশাপাশি এদিন সন্ধ্যায় সেন্ট্রাল‌ বাসস্ট্যান্ডে সঙ্গীত, আবৃত্তি, কুইজ,ম‍্যাজিক, আলোচনা সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে লোক সঙ্গীত পরিবেশন করেন আলোক দত্ত,মোম চক্রবর্তীর পরিচালনায় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি কলা কেন্দ্র, কুইজ কেন্দ্রের পক্ষে স্পট কুইজ পরিচালনা করেন রিংকু চক্রবর্তী,সুতপা বসু,সৌনক সাহু,শুভ্রাংশু শেখর সামন্ত প্রমুখ,প্লাস্টিক দূষণ নিয়ে আলোচনা করেন কুইজ কেন্দ্রের সুভাষ জানা, ম‍্যাজিক পরিবেশন করেন ম‍্যাজিসিয়ান তথ্য বিজ্ঞান মঞ্চের কর্মী সুধাংশু ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রঞ্জন দাস। সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিকাঞ্চন রায়,গৌতম বোস,সুদীপ কুমার, গৌতম দেব, সুস্মিতা কুন্ডু,বিশ্বনাথ দিকপতি, ওয়াসিম আহমেদ,সেলিম মল্লিক,ফারুক খাঁন প্রমুখ সমাজ ও পরিবেশ কর্মীসহ পুরসভার আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here