নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রাঞ্জল এক সন্ধ্যা উপহার পেল শহরবাসী।আঞ্চলিক নৃত্য,দেশাত্মবোধক নৃত্য,নৃত্যনাট্য, কৌতুক নৃত্য, পাশ্চাত্য নৃত্যের সংমিশ্রণে এক অনন্য নৃত্যানুষ্ঠান উপহার দিলো এম জে রক অন ড্যান্স একাডেমী।মেদিনীপুর শহরের মহাতাবপুরের এম জে রক অন ড্যান্স একাডেমীর তৃতীয় বর্ষ বার্ষিক অনুষ্ঠান “আনন্দ সন্ধ্যা” অনুষ্ঠিত হলো শনিবার।
শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত অতিথিবৃন্দের দ্বারা সমবেত প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এম জে রক অন ড্যান্স একাডেমীর অধ্যক্ষ রাণা প্রতাপ সিং।
আরও পড়ুনঃ বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে নৃত্য কর্মশালার আয়োজন
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী রবীন্দ্রনাথ সিংহ, মেদিনীপুরের স্বনামধন্য চিত্রশিল্পী সুদীপ মাইতি, শিক্ষক ও নাট্যকর্মী সুদীপ কুমার খাঁড়া, নৃত্যশিল্পী অজয় সাহু প্রমুখ। আঞ্চলিক নৃত্য, কৌতুক নৃত্য, দেশাত্মবোধক নৃত্য ও পাশ্চাত্য নৃত্যের মাধ্যমে ঘন্টা তিনেকের মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিলেন এম জে রক অন ড্যান্স একাডেমীর কচিকাঁচা থেকে শুরু করে বড়োরা।
“শ্রী দেবা গণেশা” নৃত্যের মধ্য দিয়ে এদিনের নৃত্যানুষ্ঠানের প্রারম্ভিক সূচনা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী শহীদ ভগৎ সিং ও তাঁর সঙ্গীদের শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় হৃদয়স্পর্শী নৃত্যনাট্য “ভগৎ সিং”। “ইয়ে দেশ হে বীর জোওয়ানো কী” গানের সাথে মনোগ্রাহী নৃত্য উপহার দেয় একাডেমীর শিক্ষার্থীরা।
কৌতুক নৃত্যের আকারে রোহন, অনুভব ও ঐশিষ পরিবেশিত”যতীনের,চা দোকানে” নৃত্যটি ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।
এছাড়া “ফাগুনেরও মোহনায়”,”নিমোড়া”,”মেরা জুতা হে জাপানি”,”উর্বশী”, “তুম মিলে”,”তারে গিন গিন” ,”গোলমাল”,”ছাম্মা ছাম্মা” সহ সবকটি নৃত্য সুন্দর ভাবে উপস্থাপিত করে একাডেমীর সঞ্চিতা,শোভনা, ঐন্দ্রিলা,মেঘা, দেবাদ্রিতা, বুল্টি,অঙ্কিতা, রানা,রূপম, সুব্রত, উৎসব, সুপ্রিয়, রণজিৎ, সুজয়, খনক,রিতিকা, দিয়া,আরাধ্যা, নীলাঞ্জন, অন্বেষা,চিরঞ্জিত, মল্লিকা, অমর, অরনেষ, সৌভিক, অঙ্কিত, বৃষ্টি, পরিচয়,শুভজিৎ অনুষ্কাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষ লগ্নে আকর্ষণীয় নৃত্য পরিবেশন করেন অভিভাবিকারা। একেবারে শেষ পর্বে কমেডি নৃত্যের মধ্যমে সবার মন ভরিয়ে দেন একাডেমীর অধ্যক্ষ আর পি সিং। গোটা অনুষ্ঠানটিকে বাছাই করা কবিতার লাইন ও সুমধুর শব্দবন্ধ সহযোগে সুললিত কন্ঠে সুচারুভাবে সঞ্চালনা করে গোটা অনুষ্ঠানটি কে অন্যমাত্রায় পৌঁছে দেন মেদিনীপুরের জনপ্রিয় সঞ্চালক অর্ণব বেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584