তপন চক্রবর্তী,রায়গঞ্জঃ
রবিবার রায়গঞ্জের ঐতিহ্যবাহী দেবীনগরের জাগরী থিয়েটার গ্রুপ আয়োজিত “জাগরী কৃষ্টি সন্ধ্যা” কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে উপহার পেল রায়গঞ্জের সংস্কৃতি প্রেমী মানুষ।অনুষ্ঠানের শুরুতেই রায়গঞ্জের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবব্রত সিনহার সঙ্গীত জীবনের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে আনুমানিক দেরঘন্টা ব্যাপি একক সঙ্গীতানুষ্ঠান উপস্থিত সংস্কৃতি প্রেমী মানুষদের মন ভরিয়ে দিতে সক্ষম হয়।
সঙ্গীত শিল্পী দেবব্রতবাবু একদিকে যেমন তার রবীন্দ্রসঙ্গীত,অতুল প্রসাদী, রজনীকান্তের গান গেয়ে মানুষের হৃদয় জয় করতে সমর্থ হয় তেমন ভাবেই আধুনিক গানেও যে তিনি সমান দক্ষ। উপস্থিত ছিলেন সঙ্গীত প্রেমী মানুষদের ভূয়সী প্রশংসায় তা বার বার প্রমাণিত।
আরও পড়ুনঃ রবীন্দ্র-নজরুল সন্ধ্যা
সংগীত শিল্পী দেবব্রত বাবু তার সঙ্গীতের অনুষ্ঠান শেষে তার দুই সঙ্গী গুরু গোপাল ঘোষ ও সরোজ সিনহাকে মঞ্চে এনে সম্বর্ধনা দিলেন গঙ্গা জলে গঙ্গা পূজা করার মধ্য দিয়ে।যা বিরল দৃষ্টান্ত হয়ে রইলো।অনুষ্ঠানে জাগরী থিয়েটার গ্রুপ আয়োজিত শৈশব নাট্য অ্যাকাডেমির থিম সং”উই শ্যাল ওভার কাম” সঙ্গীতটি সবার কাছেই প্রশংসিত হয়।
ছান্দিকের নৃত্যানুষ্ঠান অসাধারন কৃতিত্বের ছাপ রেখে যায়।অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কল্লোল বন্দোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য,রনদীপ দত্ত,ডঃ দীপক চন্দ্র বর্মন,নির্মল দাম,মানিক রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগণ।পরবর্তীতে জাগরী থিয়েটার গ্রুপের মুল উদ্দেশ্য এবং থিয়েটার গ্রুপের নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য রাখেন জাগরী থিয়েটার গ্রুপের কর্মকর্তা তপন ব্রহ্ম।
তিনি বলেন ‘আমরাই পারবো সবার সহযোগিতার মাধ্যমে সুস্থ সংস্কৃতিকে ফিরিয়ে আনতে।এদিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাগরী থিয়েটার গ্রুপ আয়োজিত দুইটি অনুনাটক মঞ্চস্থ হয়।প্রথম নাটকটির নাম “অপেক্ষা”।’ নাটকটির পরিচালনায় ছিলেন শান্ত রাহা নাটকটির রচয়িতা কুন্তল মুখোপাধ্যায়।
দ্বিতীয় নাটকটির নাম”মঘা”।প্রভাত কুমার রায় রচিত নাটকটি পরিচালনা করেন সুস্মিতা দাশগুপ্ত।রায়গঞ্জ জাগরীর কর্নধার শান্ত রাহার সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে জাগরীর একদিনের বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।অনেকদিন বাদে রায়গঞ্জের সংস্কৃতিপ্রেমী মানুষেরা এমন একটি সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার পেয়ে প্রশংসায় পঞ্চমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584