নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
২০১৯ এ দেশের লোকসভা নির্বাচন শুরু হতেই ইভিএম কারচুপিকে কাজে লাগিয়ে বিজেপি আবার ক্ষমতায় আসতে চলেছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি বিরোধী সমস্ত দল।তাদের সেই অভিযোগ ভোট পর্ব শেষের পরেও অব্যাহত থাকল।সারাদেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে সমস্ত কাজ ফেলে বিরোধী দলের নেতাকর্মীরা তাই ইভিএম পাহারা দিতে মত্ত।অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র রায় বারেলি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা গেছে।
সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রে খবর, মঙ্গলবার সমাজবাদী পার্টি অভিযোগ তোলে উত্তরপ্রদেশে ইভিএম কারচুপি হচ্ছে।সেইসাথে একটি ভিডিও ভাইরাল হয়।আর এরপরই দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতাকর্মীরা ইভিএম পাহারা দিতে সচেষ্ট ভূমিকা পালন করেছে ।
একইভাবে ইভিএম পাহারা দিতে দেখা গেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবারের ভোপাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের দ্বিগবিজয় সিং।তাঁর স্ত্রী ও দলীয় নেতা কর্মীদের সাথে গতকাল রাতে ভোপাল সেন্ট্রাল জেলের বাইরে গিয়ে ইভিএম পাহারা দিতে দেখা গেছে।
এর আগে ২২ টি বিরোধী দল বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী তথা বিভিন্ন সংস্থা সুপ্রিম কোর্টে আপিল করে ইভিএম গণনার আগে ১০০% ভিভিপ্যাট গণনা করতে হবে।কিন্তু কমিশনের সাথে সম্মতি রেখে সুপ্রিম কোর্ট জানায় ৫% গণনা করা হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584