সুধা ভরদ্বাজের জামিনের বিরোধিতার দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে এনআইএ

0
51

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ভীমা কোরেগাঁও মামলায় বম্বে হাইকোর্ট সমাজকর্মী তথা আইনজীবী সুধা ভরদ্বাজের জামিন মঞ্জুর করে গত ১ ডিসেম্বর। এই মামলায় সুধা ভরদ্বাজের জামিন খারিজের আবেদন জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। শুধু তাই নয়, এদিন মামলাটি সত্বর শুনানি করার আবেদনও জানানো হয়েছে এনআইএ-এর তরফে।

Supreme court to NIA

এনআইএ-এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা এদিন আদালতে আর্জি জানান, এই মামলায় বম্বে হাইকোর্টের মঞ্জুর করা জামিনের মেয়াদ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর তার আগেই জামিন খারিজের আবেদনের শুনানি হওয়া প্রয়োজন। প্রধান বিচারপতি এনভি রামানা এই আবেদন বিবেচনা করতে সম্মত হয়েছেন ও তুষার মেহতাকে নির্দেশ দেন পিটিশনের ক্রমিক সংখ্যা জানানোর।

আরও পড়ুনঃ ক্রিপ্টোকারেন্সি বিল সম্পর্কে কি বললেন অর্থমন্ত্রী! কি থাকতে পারে বিলের খসড়ায়

উল্লেখ্য, ভীমা কোরেগাঁও মামলায় গত দুবছরের বেশি সময় যাবত জেলে রয়েছেন সুধা ভরদ্বাজ। এই মামলায় বাকি অভিযুক্তরা হলেন রোনা উইলসন, ভারভারা রাও, সুধীর ধাওয়ালে, সুরেন্দ্র গ্যাডলিং, সোমা সেন, মহেশ রাউত, ভারনন গঞ্জাল্ভেস ও অরুণ ফেরেরা। তবে সুধা ভরদ্বাজ ছাড়া বাকি অভিযুক্তদের জামিন মঞ্জুর করেনি বম্বে হাইকোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here