নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি) কমিটির সুপারিশ অনুসারে, হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট (এমএইচআরডি) মন্ত্রণালয় ২০২১ সাল থেকে স্কুল পরীক্ষা শেষ করে মূল্যায়ন প্রক্রিয়াটির আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছেন। নতুন মূল্যায়ন মডিউলটি শ্রেণিভিত্তিক মূল্যায়নের উপর জোর দেবে। এ বিষয়ে এইচআরডি আধিকারিকের বক্তব্য, ‘৫-৩-৩-৪’ কাঠামো অনুসারে মূল্যায়ণ প্রক্রিয়াটি হবে।
২০২০ সালের অক্টোবরের মধ্যে ন্যশনাল এডুকেশন পলিসি চূড়ান্ত করার জন্য সমস্ত সম্ভাবনা পরীক্ষা করে দেখছে। সম্ভাব্য নীতিমালা ২০২১ সাল থেকে কার্যকর করা হবে।
একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনআইপি এর এক কর্মকর্তা বলেছেন, “আমরা কমিটি দ্বারা প্রস্তাবিত নতুন পরীক্ষার কাঠামোর বিষয়ে তাদের সুপারিশের জন্য শীঘ্রই বোর্ডগুলিকে অবহিত করব। বোর্ড এবং শিক্ষা বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ার পরে, মন্ত্রণালয় ১০+২ ফরম্যাটে ২০২১ সাল থেকে প্রস্তাবিত মূল্যায়ণ প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার বিষয়ে বিবেচনা করবে।”
আরও পড়ুনঃ প্রজ্ঞা ঠাকুরের মন্ত্রী হওয়ার পিছনে বিজেপির সিদ্ধান্ত আশির্বাদ না অভিশাপ
জুন মাসে এনইপি কমিটি পাঁচ বছরের ভিত্তি পর্যায়ের কাঠামোটি প্রকাশ করবে, যা ৫-৩-৩-৪ পর্যায়ে গঠিত এবং এরকম– প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের তিন বছর ও প্রথম-দ্বিতীয় শ্রেণি মিলে দু’বছর, তিন বছরের প্রস্তুতি পর্যায় (তৃতীয়-পঞ্চম শ্রেণি), মধ্যম পর্যায়ের তিন বছর (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), এবং মাধ্যমিক পর্যায়ের চার বছর (নবম-দ্বাদশ শ্রেণি) ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584