নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে রাস উৎসব যথেষ্ট আনন্দ দেয় বাঙালিদের। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বাবুরহাট এলাকায় নবজীবন যুব সংঘের উদ্যোগে মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে রাস উৎসব।
এ বছর এই ক্লাব সংগঠন ৬৭ তম বর্ষে পা দিল। নানান সমাজ সেবামূলক কর্মসূচি থেকে শুরু করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বাসিন্দাদের মনে যথেষ্ঠ আলোড়ন ফেলে দেয় এ ক্লাব সংগঠন। ৯ দিন ধরে চলবে এই রাস উৎসব।
আরও পড়ুনঃ বাতাসে কার্বন-ডাই-অক্সাইড কমাতে বিজ্ঞানীদের আবিষ্কার ‘কৃত্রিম পাতা’
এ বছর এই ক্লাব সংগঠনের থিম হল বিশ্ব উষ্ণায়ন। যে ভাবে দিনের পর দিন প্রকৃতির উষ্ণতা বাড়ছে সেদিকে লক্ষ্য রেখে এই থিম।
এছাড়াও পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে কিভাবে এই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে তাল মেলাতে হবে, তা নিয়েও যথেষ্ট সচেতনতা এলাকার মানুষের মধ্যে জাগানো হয়। আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন হয়েছে সোমবার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584