নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
জমে উঠেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চঞ্চলা কালির পুজো।শতবর্ষ পুরোনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলার নয় বিহার,ঝাড়খণ্ড সহ ভিনরাজ্যের ভক্তরাও উপস্থিত হন।কথিত আছে ক্যাড়ালু বর্মন নামে এক ভিক্ষুক এই দেবীর পুজোর আদেশ পান।
আরও পড়ুনঃ বজরং মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন দিলীপ
তারপর তিনি স্থানীয় আদিবাসী ও স্থানীয় জমিদার সুধীর চৌধুরীর সাহায্যে এই পুজো শুরু করেন।তারপর থেকেই অষ্টভুজা জাগ্রত এই দেবীর পুজো দোল পূর্নিমার পরদিন অর্থাৎ হোলির দিন পুজো হয়ে আসছে।শাক্তমতে দেবীর পুজো হয়।তাই এখানে বলিদানের প্রচলনেও আছে।
হোলির দিন শুরু হওয়া এই পুজো উপলক্ষ্যে বসছে বিরাট মেলা চলবে আজ অর্থাৎ ২৪ মার্চ অব্দি।এই পুজোয় বলিদান থাকায় ভক্তরা পশুবলির মানস করে থাকেন সেই কারনেই এবছরও ৬০ টির ওপর পশুবলি হয় এই দেবীর সামনে।এই পুজো উপলক্ষ্যে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584