মনসা পুজো ঘিরে উদ্দীপনা ঘোড়ানাশ গ্রামে

0
297

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

The excitement of mansa puja
নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের ঘোড়ানাশ গ্রামে মা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।একটি গাছকে কেন্দ্র করে মা মনসা পুজো হয়।স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে জানা গেল,১৫০-২০০ বছর আগে তত্‍কালীন জমিদার ইন্দ্রচন্দ্র রায় মায়ের পুজোর জন্য জমিটি দান করেন।

The excitement of mansa puja
নিজস্ব চিত্র
The excitement of mansa puja
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শতবর্ষ প্রাচীন চঞ্চলা কালির পুজো ঘিরে উদ্দীপনা

সেই সময় এলাকার প্রতিবেশি চন্দ্র বংশের কেদার ওস্তাদ একটি গাছ লাগিয়ে মা মনসার পুজো শুরু করেন।
পুজো উপলক্ষে হরিনাম সংকীর্তন হয়।পুজো উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয়।সকল গ্ৰামবাসীরা অন্নকূটে অংশগ্রহণ করেন। এই পুজো উপলক্ষে সকল গ্ৰামবাসীরা আনন্দ উৎসবে মেতে ওঠেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here