মনিরুল হক,কোচবিহারঃ
বিহারে খুন করে এসে কোচবিহার শহরে আত্মগোপন করে থাকা ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।শহরের গোয়ালাপট্টি এলাকা থেকে ওই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন ব্রিজ কিশোর যাদব(৫০)। সুমিত কুমার (২৩) ও শর্মানন্দ যাদব (৫৫)। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় ও তৃতীয় জনের বাড়ি খাগারিয়া জেলায়।
আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার নিশীথ ঘনিষ্ঠ যুবক
এবছর ২৪ মার্চ বিহারের পূর্ণিয়া জেলার রাঘবনশহ নগর থানায় একটি নৃশংস ভাবে খুন করা ও অস্ত্র আইনের মামলা রুজু হয়। তারপর থেকেই অভিযুক্তরা পালিয়ে এসে কোচবিহারে আত্মগোপন করে থাকে। গতকাল বিহার পুলিশ এসে কোচবিহার পুলিশের সাথে যোগাযোগ করে।পরে জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তার নির্দেশে বিহার পুলিশকে সাথে নিয়ে শহরের গোয়ালাপট্টি এলাকা থেকে ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584