নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শনিবার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া সংলগ্ন গেরগেন্ডা নদীর পাড়ে ছট পূজার নদীর ঘাটে ছট পূজার উদ্বোধন করেন বিধায়ক মনোজ টিগ্গা ও তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী।

এদিন ঘাটে কয়েক হাজার ভক্ত সমবেত হয়ে সূর্য্য দেবের আরাধনায় ব্রতী হলেন । সারারাত চলবে বিভিন্ন আচার আচরণ অনুষ্ঠান ।

প্রচুর ভক্ত দণ্ডি কেটে, কেউ বা আবার গড়াতে গড়াতে, কেউ একপায়ে আবার কেউ হামাগুড়ি দিয়ে ঘাটে এসে তাদের মনস্কামনা পূরণের লক্ষ্যে পূজা দেবার জন্য সমবেত হন।

এদিকে বীরপাড়া ছট পূজা কমিটির ঘাট ইন চার্জ সুরেশ শা জানান,” এক হাজার ঘাট বানানো হয়েছে। তবে এবার পূজারীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে । ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষ এই ঘাটে এসেছেন।”
আরও পড়ুনঃ ছট পুজো ঘিরে উদ্দীপনা

এছাড়া ছট ঘাটে এবং সড়কের দুপাশে আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে ছট পুজো কমিটির পক্ষ থেকে। রবিবার সকালে সূর্য্য উঠার সাথে সাথে সূর্য্য দেবের আরাধনার মাধ্যমে সমাপ্ত হবে এই রীতি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584