শ্যামল রায়,কালনাঃ

মাটি চুরি রুখতে ফের পুলিশী অভিযান কালনা জুড়ে।কালনায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে পুলিশ প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত।
বুধবারও বৃহস্পতিবার কালনা থানার পুলিশ,ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা যৌথভাবে কালনার নিভুজি কোম্পানিডাঙ্গা এলাকায় অভিযান চালান।
বেআইনীভাবে ভাগীরথী নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া মাটি ভর্তি একটি ট্রাক্টর সহ মাটি কাটার একটি জেসিবি মেশিন আটক করলেও এইদিন কাউকেই ধরতে সক্ষম হননি পুলিশ-প্রশাসন।প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে কালনায় এইরকমই এক অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার ও চার গাড়ি মাটি ভর্তি ট্রাক্টরকে আটক করেন।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় মুখ্যমন্ত্রীর প্রচার অভিযান
এলাকায় মাটি মাফিয়াদের মাটি পাচার রুখতে এই অভিযান ধারাবাহিকভাবেই চলবে বলে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে জানা যায়।
অনেকেই মনে করছেন পুলিশ যদি ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চালায় তাহলে কিছুটা হলেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কমবে এবং মাটি পাচার বন্ধ হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584