মনিরুল হক,কোচবিহারঃ
গতবছর ময়নাগুড়ি সুভাষ নগর হাইস্কুলের ঘটনার পর এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পত্র খোলা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী কাল থেকে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। নতুন নিয়ম অনুসারে পরীক্ষা হলের মধ্যে প্রশ্ন পত্র খোলা হবে।
ওই সময় একজন সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবে বলে জানা জানা গিয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের কোচবিহার জেলা প্রতিনিধি মিথুন বৈশ্য জানান, এবার পরীক্ষা হলের ভিতরে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। একজন করে সরকারি প্রতিনিধিও থাকবে।
আরও পড়ুনঃ রাত পোহালেই মাধ্যমিক,মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম
গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলোতেও এদিন থেকেই রোল নম্বর বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কোচবিহার জেলায় এবছর মোট ৪১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১৬ হাজার ৯৩০ জন ও ছাত্রীর সংখ্যা ২৪ হাজার ৪৩৫ জন।
ওই ছাত্রছাত্রীদের জন্য ১২৭ টি ভেনু, ৩২ সেন্টার করা হয়েছে।পরীক্ষা কেন্দ্র গুলোতে ব্যাপক পুলিশ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বেশ কিছু বাড়তি বাস চালানোর সিধান্ত নেওয়া হয়েছে।
গত বছর ময়নাগুড়ির সুভাষ নগর হাইস্কুলে আগে থেকেই প্রশ্নপত্র খুলে স্কুলের মেধাবী এক ছাত্রকে জানিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে বায়পক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর সেই কারণেই ওই বাড়তি সতর্কতা বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584