শ্যামল রায়,কাটোয়াঃ
বুধবার দুপুর বারোটা নাগাদ কাটোয়ার কেতুগ্রাম থানার অন্তর্গত ফুটিসাকো গ্রামে একটি আইস ক্রিমের কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল কারখানার মালিকের এবং আহত হয়েছেন মালিকের ছেলে এবং অন্য এক শ্রমিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মালিকের নাম অনিল মন্ডল(৬০)।আহত দুজনের নাম তপন লাহা ও সুনীল মণ্ডল।মৃত ব্যক্তির বাড়ি নানুর থানা এলাকায়।মৃত শ্রমিকের বাড়ি কারখানার এলাকায় ফুটিসাঁকো গ্রামে।আহতদের চিকিৎসা চলছে স্বাস্থ্য কেন্দ্রে।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত তিনটি বাড়ি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে সরকারি বিধি নিষেধ না মেনেই এলাকায় আইসক্রিম কারখানা চালাচ্ছিলেন মালিক।অ্যামোনিয়া গ্যাস ভর্তি গ্যাস সিলিন্ডারটি হঠাৎ করে ফেটে যায় এবং তাতেই মৃত্যু হয় মালিকের এবং আহত হয়েছেন মালিকের ছেলে সমেত এক শ্রমিক।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।মৃতদেহটি এদিন কাটোয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584