জমজমাট লিটিল ম্যাগাজিন মেলা

0
254

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমানের টাউন হল এ শুরু হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। প্রথম দিনেই মেলা ঘিরে উৎসাহ চোখে পড়েছে শহরবাসীর মধ্যে। গতকাল মেলার উদ্বোধন করেন লেখিকা রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, কবি মানব বন্দোপাধ্যায়, শ্যামলবরণ সাহা প্রমুখরা উপস্থিত ছিলেন।

the fair in burdwan | newsfront.co
নিজস্ব চিত্র

গত তিন বছর ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে। এবার ৬২ টি স্টল বসেছে। রাজ্যের বিভিন্ন এলাকার লিটল ম্যাগাজিনের সম্পাদক ও লেখকরা মেলায় উপস্থিত থাকার পাশাপাশি বাংলাদেশ থেকেও লিটল ম্যাগাজিনের সম্ভার রয়েছে এবারের মেলায়।

আরও পড়ুনঃ সেরা রাজ্যের পুরস্কার কেরলের মুকুটে

উর্ণপত্র পত্রিকার সম্পাদক অঞ্জন দাস বলেন, বর্ধমান শহরের এই লিটিল ম্যাগাজিনকে ঘিরে বহু মানুষ মেলা চত্বরে আসেন। লিটল ম্যাগাজিনের প্রতিনিয়ত ভালোবাসা থেকেই এই মেলার আয়োজন করেন উদ্যোক্তারা, লিটল ম্যাগাজিনের সম্পাদক, লেখকরা সেই আয়োজনে সামিল হন।

মেলা উপলক্ষে বেশ কিছু নতুন গ্রন্থ গতকাল প্রকাশ পেয়েছে এবং আগামী দিনেও পাবে বলে জানা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here