নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
যখন সমগ্র রাজ্য সহ দেশ জুড়ে প্লাস্টিক সমস্যায় জর্জরিত,সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে প্লাস্টিক ভুলে বেত ও বাঁশেই জমজমাট হয়ে উঠলো সমগ্র শহর।
বর্তমানে মানুষ সমস্ত ক্ষেত্রেই প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে চলেছেন ফলে আগেকার দিনের সেই ঐতিহ্যবাহী বেত ও বাঁশের তৈরি জিনিসপত্র আজ প্রায় ব্রাত্য। তবে প্রতিবছর পূর্ণিমা রথ এলে কোথাও যেন সেই আগেকার বেত ও বাঁশের তৈরি জিনিসপত্রকে ফিরে পান মহিষাদলের বাসিন্দারা।
এখানে প্রতিবছর পূর্ণিমা রথের দিন বেত ও বাঁশের তৈরি সামগ্রী নিয়ে জমে ওঠে রথের মেলা।যা চলতি বছরেও ব্যাতিক্রম নয়।এবছর পূর্ণিমা রথকে কেন্দ্র করে মহিষাদলের রাজ পুস্করিনীর পাশে বসেছে কয়েকশো বেত ও বাঁশের কুলো ঠাকা ইত্যাদির দোকান।
আরও পড়ুনঃ খড়্গপুরে প্রযুক্তি মেলা এসআইএইচ ২০১৯ এর উদ্বোধন
মঙ্গলবার এই মেলাকে কেন্দ্র করে সকাল থেকে কাতারে কাতারে মানুষ ভীড় জমাচ্ছেন এখানে।পূর্ণিমা রথে সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে মহিষাদলের এই বেত ও বাঁশের মেলা এক আকর্ষণীয় মেলা বলে অনেকের মত।
জেলার প্রবীণ ব্যাক্তিদের মতে পূর্ণিমা রথে এখানকার এই মেলা প্রায় কয়েকশো বছর ধরে হয়ে আসছে। বর্তমানে প্লাস্টিকের ব্যবহার বাড়লেও এখানকার বেত ও বাঁশের তৈরি সামগ্রী কিনতে হাজার হাজার মানুষ ভীড় করেন।
পাশ্ববর্তী জেলার সবং পিংলা থেকে বহু ব্যবসায়ী এখানে তাদের বাঁশ ও বেতের সামগ্রী বিক্রি করতে এখানকার মেলায় আসেন।
তাদের মতে,আগের মতোই এখনও এখানে বেচাকেনা ভালোই হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584