শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
রাজ্য সরকারের আদিবাসী সংস্কৃতির বিকাশের উদ্যোগের অংশ হিসাবে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার তথা রাজ্যের প্রখ্যাত আদিবাসী কবি ফ্রাঁন্সিস হোপনা হেমব্রমের স্মরনে আজ ২৮ শে ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নাট্যমন্দিরে অনুষ্ঠিত হচ্ছে সাঁওতালি কবিয়াল মেলা।
এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সচিব মতিলাল কিস্কু,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর সুভাষ চাকি সহ আদিবাসী সংস্কৃতির বিভিন্ন কবি সাহিত্যিক।এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লকের প্রায় পাঁচ শতাধিক আদিবাসী প্রতিনিধি অংশ গ্রহন করেন।
আরও পড়ুন: কালনায় লোন মেলা
কবিতা,গান, আদিবাসী ঝুমুর নাচের মাধ্যমে এই কবিয়াল মেলা অনুষ্ঠিত হয়।এই মেলা উপলক্ষ্যে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আদিবাসী সংস্কৃতির বিষয়ক বিভিন্ন বই বিক্রির ব্যাবস্থাও করা হয়েছিল।আদিবাসী সংস্কৃতির বিকাশে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার আদিবাসী সমাজ।
এই বিষয়ে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সচিব মতিলাল কিস্কু বলেন লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র একটি স্বশাসিত সংস্থা।এই সংস্থা তথ্য সংস্কৃতি দপ্তরের অঙ্গ হিসেবে সারা বছর ধরে হালুয়া হালুয়ানি,রাইবেশ, প্রমুখ নাচ সহ বিভিন্ন লোকসংস্কৃতির আঙ্গিকের প্রচার ও প্রসার করে থাকে তারই অঙ্গ হিসেবে আজ আমরা প্রখ্যাত আদিবাসী কবি ফ্রাঁন্সিস হোপনা হেমব্রমের স্মরনে এই আদিবাসী কবিয়াল মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584