বন্যায় ভেসে গেছে নথি, আতঙ্কে মৃত্যু হরিহরপাড়ায় দাবি পরিবারের

0
70

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

family member dead for panic | newsfront.co
মৃতদেহ ঘিরে শোকগ্রস্থ পরিবার। নিজস্ব চিত্র

বন্যায় ভেসে গিয়েছিল নথিপত্র। একদিকে আসামের নাগরিকপঞ্জি আর অপরদিকে ভোটার কার্ডের আপডেট এবং রেশন কার্ডের আধার লিঙ্ক সব মিলিয়ে চিন্তায় ছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত সলুয়া গ্রামের বাসিন্দা গিয়াসুদ্দিন সেখ(৬০)।

ছালেহার বিবি, মৃতের স্ত্রী। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা এবং পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গিয়াসুদ্দিনের মৃত্যু হয়।

local person | newsfront.co
মাসিদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে অগ্নিকান্ডে মৃত্যু এক রুগীর

স্থানীয় বাসিন্দা মাসিদুল ইসলাম নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান যে,বন্যায় কাগজপত্র ভেসে যায় দলিল রেকর্ড জোগাড় করতে চেষ্টা করে গিয়াসুদ্দিন। কাগজপত্র জোগাড় না হলে সে এদেশে থাকতে পারবে না সেই আতঙ্কেই সে মারা যায়।

অপরদিকে মৃত গিয়াসুদ্দিনের স্ত্রী জানান যে, গিয়াসুদ্দিন পরিবারের আত্মীয়দের কাছে কাগজ চাইতে যায়, কিন্তু তার খুড়তুত ভাইরা কাগজ পত্র না দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে তাঁর স্বামী। কিভাবে নথি জোগাড় হবে সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলেই মনে করছেন মৃতের স্ত্রী ছালেহার বিবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here