সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
প্রায় দু’বছর আগে পিটিয়ে খুন করা হয়েছিল বারুইপুর থানার চম্পাহাটীর বাসিন্দা বিজেপি কর্মী সৌমিত্র ঘোষালকে।খুন করার পর গাছে দেহ ঝুলিয়ে দিয়েছিল অভিযুক্তরা।ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।দোষীদের গ্রেফতারের দাবীতে নিহতের বাড়িতে এসে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি।
এলাকায় বিজেপি করার অপরাধেই এই বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন নিহতের পরিবারের সদস্যরা।অবশেষে এবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেলেন নিহত এই বিজেপি কর্মী সৌমিত্র ঘোষালের পরিবার।
আরও পড়ুনঃ সিদ্ধান্ত বদল,শপথ অনুষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী
আর সেই কারণেই বুধবার রাজ্য বিজেপির সদর দফতর ও দক্ষিণ ২৪ পরগণা জেলা বিজেপি দফতরের উদ্যোগে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিলেন সৌমিত্রের পরিবার।দাদা বিশ্বনাথ ঘোষাল ও বৌদি শিখা ঘোষাল দিল্লীতে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিনই রওনা দেন।
তারা জানান,মোদিজির চরম ভক্ত ছিলেন সৌমিত্র।বাড়িতে রাম মন্দির তৈরির কথা ও বলতো। বিজেপি দলকে মনে প্রানে ভালো বাসার কারণেই তাকে খুন করা হয়েছে বলে দাবি তাদের।দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা।আর দিল্লীতে গিয়ে সুযোগ পেলেই সেকথা একবার প্রধানমন্ত্রীকে জানাবেন বলেও জানান সৌমিত্রের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584