নতুন পদ্ধতিতে চাষ করে তাক লাগালেন চাষিরা

0
59

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

‘পরিবেশ বান্ধব চাষ’, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করে তাক লাগিয়েছে উত্তর দিনাজপুর জেলার কিছু চাষি। গোচনা, গোবর, গাছের পাতা পচিয়ে তা সার রূপে ব্যবহার করে প্রায় ষাট রকমের ধান চাষ করে প্রচুর ফলনের নজির সৃষ্টি করেছে এই কৃষকেরা।

the farmer cultivation with new innovation | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত ভট্টদিঘীতে প্রায় ১০০ বিঘা জমিতে এই জৈব পদ্ধতিতে চাষ করা ছাড়াও ভরতপুর, নয়াপাড়া, সাহাপুর, বিন্দোল, বুড়িডাঙ্গী, শীজগ্রাম এলাকাতেও সম্পূর্ন রাসায়নিকবিহীন ধান চাষ করা হচ্ছে।

গোবিন্দভোগ, রাধাতীলক, তুলাইপাঞ্জী, পারিজাত, তুলসীমুকুল, কেরালা সুন্দরী, কালোজিরা, জয় প্রকাশ, লাল বাসমতী, বহুরূপী, মনিপুরী চখাও, যসোয়া-সহ বিভিন্ন প্রকারের ধান চাষ করা হচ্ছে।

farmer | newsfront.co
চাষি। নিজস্ব চিত্র

মূলত দুরারোগ্য ব্যাধি ক্যন্সার, ব্লাড প্রেসার, ডায়াবেটিস-সহ বিভিন্ন প্রকারের রোগ ছড়াচ্ছে এই রাসায়নিক সার থেকে।

the farmer cultivation with new innovation | newsfront.co
ফলন বেড়েছে আগের থেকে। নিজস্ব চিত্র

এমনকি বিশ্ব উষ্ণায়ন এবং জলস্তর নেমে যাওয়ার পিছনেও পরোক্ষ ভাবে প্রভাব রয়েছে রাসায়নিক সারের। এমনটাই দাবি করেছেন কৃষকদের পক্ষে টিপু মন্ডল। তিনি বলেন দীর্ঘ দশ বছর ধরে এই জৈব চাষের সঙ্গে কাজ করে চলেছেন।

আরও পড়ুনঃ জেলা প্রশাসনের উদ্যোগে মৎস্যচাষিদের চারা মাছ বিতরণ

the farmer cultivation with new innovation | newsfront.co
মানবেন্দ্র কুমার সাহা। নিজস্ব চিত্র

তাঁদের লক্ষ্য হল সম্পূর্ণ রাসায়নিক সার বাদ দিয়ে শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে সব ফলন ঘটানো। এই চাষ করে অল্প খরচে ফলন ঘটানো সম্ভব বলে দাবী করেছেন তিনি।

উল্লেখ্য, এ দিন মালদা জেলার বামনগোলা ব্লক থেকে প্রায় ৪০ জন চাষি এই জৈব পদ্ধতিতে চাষ করে কীভাবে ধান করা হচ্ছে– এই পদ্ধতি শেখার জন্য ভট্টদিঘীতে আসেন।

মানবেন্দ্র কুমার সাহা বলেন, তাঁরা এই পরিবেশ বান্ধব চাষ শেখার জন্য মালদা জেলা থেকে এসেছেন এবং নিজেদের এলাকাতে এই পদ্ধতিতে চাষ করে পরিবেশ ও মানবজাতি উভয়কে বাঁচাতে উদ্যোগী হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here