নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পঞ্চায়েত অফিস থেকে কৃষকবন্ধুর আবেদন পত্র না দেওয়ায় অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল এলাকার চাষীরা।আজ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ২ নং ব্লকের সাঁকোয়া পঞ্চায়েত অফিসে কৃষক বন্ধুর আবেদন পত্র নিতে যায় এলাকার কয়েকশো কৃষক। কিন্তু অঞ্চল অফিস থেকে বলা হয় আবেদনপত্র দেওয়া হবে না।এরপরই ক্ষুব্ধ কৃষকেরা অঞ্চল অফিসে বাইরে থেকে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
আরও পড়ুনঃ আলুচাষীদের ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ ডেপুটেশন
আন্দোলনকারী কৃষকদের অভিযোগ,গত ২/৩ দিন ধরে অঞ্চল অফিস থেকে এলাকায় প্রচার করা হয় আজ কৃষক বন্ধুর আবেদন পত্র দেওয়া হবে।কিন্তু হঠাৎ গতকাল বিকেলে জানানো হয় আবেদনপত্র দেওয়া হবে না, অথচ আন্যান্য সমস্ত অঞ্চল অফিসে কৃষকবন্ধুর আবেদন পত্র দেওয়া হচ্ছে।তাদের দাবি, তাদেরও আন্যান্য অঞ্চল অফিসের মত ঐ অফিস থেকে কৃষকবন্ধুর আবেদনপত্র দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584