শ্যামল রায়,কালনাঃ
দুদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত কালনার আলুচাষিরা।এখনো মাঠে জলের তলায় পড়ে রয়েছে অনেক আলু।তাই চাষিদেরও মাথায় পড়েছে হাত।তাই ক্ষতিপূরণ সহ অন্যান্য দাবিতে কালনা ১ নং ব্লকে কৃষি আধিকারিক দপ্তরের সামনে আলু ফেলে বিক্ষোভ ও ডেপুটেশণ জমা দিলেন দুই শতাধিক চাষি।টানা দু-দিনের বৃষ্টি ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু চাষিরা।
বৃহস্পতিবার বেশ কয়েক দফা দাবিতে বিক্ষোভে সামিল হোন তারা।অন্যদিকে এইদিনই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি ঋণ মুকুব সহ অন্যান্য দাবিতে এস ইউ সি আই দলের পক্ষ থেকে কালনা মহকুমা শাসককে আরো একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
আরও পড়ুনঃ অকাল বৃষ্টিতে জেলা জুড়ে আলু ও সবজি চাষে ব্যাপক ক্ষতি
বৃহস্পতিবার বেলা বাড়তেই কালনা ১ নং ব্লকের কৃষি আধিকারিক দপ্তরের সামনে হাজির হোন কালনার দেয়াড়া,বাঘনাপাড়া অঞ্চলের চাষিরা।তারপরেই তারা ওই অফিসের সামনেই মাটিতে আলু ফেলে বিক্ষোভে সামিল হোন।এই বিষয়ে আলু চাষি কৃষ্ণচন্দ্র ঘোষ,দেবকীনন্দন বিশ্বাসরা বলেন,’বেশীরভাগ আলু চাষি লোন নিয়ে চাষ করেছে।
শিলা বৃষ্টির ফলে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।একপ্রকার সর্বস্বান্ত হয়ে গেছি আমরা।এখনো জলের তলায় আলু পড়ে রয়েছে।তাই সরকারের কাছে একশো শতাংশ ক্ষতিপূরনের দাবি সহ বিনা খরচায় আলুর বীজ সহ প্রয়োজনীয় সার সরবরাহ,কৃষিকার্যে বিদ্যুতের খরচ সরকার বহন করুক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি জমা দিই কৃষি আধিকারিককে।
‘অন্যদিকে এস ইউ সি আই দলের সম্পাদক শুভেন্দু গোস্বামী বলেন, ‘কালনার আলু চাষিদের কথা ভেবে মহকুমাশাসককে আমরা স্মারকলিপি জমা দিয়েছি বিভিন্ন দাবি নিয়ে।আমাদের দাবি সরকারীভাবে ক্ষতিপূরণের কথা ঘোষনা করে কৃষি ঋণ মুকুব সহ বিঘা প্রতি পঁচিশ হাজার টাকা করে ক্ষতিপূরণ,সহায়কমূল্যে ৫০ কেজি বস্তার দাম চারশো টাকা নির্ধারণ করতে হবে।সাত দফা দাবি নিয়েই আমাদের এই কর্মসূচি পালিত হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584