কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিলেন কৃষক

0
154

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নগদ ৬০০০ টাকা হাতে পেয়েও ফিরিয়ে দিলেন দাসপুর-২ ব্লকের কুলটিকরী গ্রামের পেশায় কৃষক অসিত ভৌমিক৷বেলা ১১ নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তায় একটি মানি ব্যাগ পড়ে থাকতে দেখেন অসিতবাবু৷ ব্যাগ খুলতেই দেখা যায় বেশ কয়েকটি এটিএম কার্ড সহ কয়েকটি গোপালী রঙের দুহাজারী নোট৷ওই ব্যাগ ফিরিয়ে দিতে মনস্থ করেন অসিতবাবু। দুধকামরা সিভিক ভলেন্টিয়ার পুলক ভৌমিকের কাছে অসিতবাবু ব্যাগ নিয়ে হাজির হন৷

The farmer returned the wallet
মানিব্যাগ ফিরিয়ে দিচ্ছেন অসিত বাবু।নিজস্ব চিত্র

ইতিমধ্যেই ব্যাগ হারিয়ে তা ফিরে পাওয়ার আশায় এলাকার ভিলেজ পুলিশ সন্দীপ বেরার সাথে যোগাযোগ করেন মহিষঘাটা গ্রামের বাসিন্দা দিলীপ বেরা৷দিলীপবাবু জানান,সকালে কুলটিকরী এলাকা গিয়েছিলেন তাঁর ব্যক্তিগত কাজে৷ সেখানেই খেয়াল করেন পকেটে থাকা ব্যাগটি নেই৷ ভিলেজ পুলিশ সন্দীপবাবু যোগাযোগ করেন দুধকামরার অঞ্চলের ভিলেজ পুলিশ চন্দ্রকান্ত ভৌমিকের সাথে৷ চন্দ্রকান্তবাবু এলাকার সিভিক ভলেন্টিয়ারদের এই ব্যাপারে খোঁজ নিতে অনুরোধ করেন৷

অমিতবাবু ব্যাগ নিয়ে হাজির হওয়ায় ব্যাগের হদিশ পেয়ে ডাকা হয় ব্যাগের মালিক দিলীপ বেরাকে৷দিলীপবাবু বলেন,আমি আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম৷ অসিতবাবুকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না৷একই সাথে আমি কৃতজ্ঞ ভিলেজ পুলিশদের কাছে৷ ভিলেজ পুলিশ চন্দ্রকান্তবাবু জানান, এলাকায় একজন সৎ মানুষ হিসেবে অসিতবাবুকে সকলেই চেনেন৷মানুষ আমাদের প্রশংসা করছেন ঠিকই, কিন্তু অসিতবাবু নিজে থেকে এগিয়ে না এলে ওই ব্যাগ ফেরানো বেশ কঠিন হত৷

আরও পড়ুন: সোনা চুরি গেল গুরগাঁও এ,বামাল সহ চোর ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here