নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নগদ ৬০০০ টাকা হাতে পেয়েও ফিরিয়ে দিলেন দাসপুর-২ ব্লকের কুলটিকরী গ্রামের পেশায় কৃষক অসিত ভৌমিক৷বেলা ১১ নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তায় একটি মানি ব্যাগ পড়ে থাকতে দেখেন অসিতবাবু৷ ব্যাগ খুলতেই দেখা যায় বেশ কয়েকটি এটিএম কার্ড সহ কয়েকটি গোপালী রঙের দুহাজারী নোট৷ওই ব্যাগ ফিরিয়ে দিতে মনস্থ করেন অসিতবাবু। দুধকামরা সিভিক ভলেন্টিয়ার পুলক ভৌমিকের কাছে অসিতবাবু ব্যাগ নিয়ে হাজির হন৷
ইতিমধ্যেই ব্যাগ হারিয়ে তা ফিরে পাওয়ার আশায় এলাকার ভিলেজ পুলিশ সন্দীপ বেরার সাথে যোগাযোগ করেন মহিষঘাটা গ্রামের বাসিন্দা দিলীপ বেরা৷দিলীপবাবু জানান,সকালে কুলটিকরী এলাকা গিয়েছিলেন তাঁর ব্যক্তিগত কাজে৷ সেখানেই খেয়াল করেন পকেটে থাকা ব্যাগটি নেই৷ ভিলেজ পুলিশ সন্দীপবাবু যোগাযোগ করেন দুধকামরার অঞ্চলের ভিলেজ পুলিশ চন্দ্রকান্ত ভৌমিকের সাথে৷ চন্দ্রকান্তবাবু এলাকার সিভিক ভলেন্টিয়ারদের এই ব্যাপারে খোঁজ নিতে অনুরোধ করেন৷
অমিতবাবু ব্যাগ নিয়ে হাজির হওয়ায় ব্যাগের হদিশ পেয়ে ডাকা হয় ব্যাগের মালিক দিলীপ বেরাকে৷দিলীপবাবু বলেন,আমি আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম৷ অসিতবাবুকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না৷একই সাথে আমি কৃতজ্ঞ ভিলেজ পুলিশদের কাছে৷ ভিলেজ পুলিশ চন্দ্রকান্তবাবু জানান, এলাকায় একজন সৎ মানুষ হিসেবে অসিতবাবুকে সকলেই চেনেন৷মানুষ আমাদের প্রশংসা করছেন ঠিকই, কিন্তু অসিতবাবু নিজে থেকে এগিয়ে না এলে ওই ব্যাগ ফেরানো বেশ কঠিন হত৷
আরও পড়ুন: সোনা চুরি গেল গুরগাঁও এ,বামাল সহ চোর ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584