সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
ছেলে মারধোর করায় অভিমানে আত্মঘাতী বৃদ্ধ পিতা। ছেলে মারধোর করায় অভিমানে আত্মঘাতী বৃদ্ধ পিতা বীরেন্দ্র সরদার(৫৬) পেশায় কাঠুরে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনা জেলার রসপুঞ্জ কাছারির মাঠের উত্তরপাড়া এলাকায়। এক ছেলে ও এক মেয়ে স্ত্রী নিয়ে সংসার।

বৃহস্পতিবার দুপুরে মদ্যপ অবস্থায় আসে বীরেন্দ্র সরদার সেই নিয়ে ছেলে কৌশিক সরদার মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে আত্মঘাতী এমনই বক্তব্য মৃত বীরেন্দ্র সরদারের প্রতিবেশীদের।

বৃহস্পতিবার বিকালের দিকে খোঁজাখুঁজি করতে জানতে পারে যে স্থানীয় এক ব্যক্তির বাগানে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে, খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের লোকজন গিয়ে বীরেন্দ্র সরদারকে উদ্ধার করে আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে আসে এবং আজ বিকালে বীরেন্দ্র সরদারের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ আত্মঘাতী প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ভি বি চন্দ্রশেখর

আজ বিকালে দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেবে পরিবারের লোকজনেদের হাতে বিষ্ণুপুর থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বিষ্ণুপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584