থিমের লক্ষ্মী পুজো ঘিরে উৎসব মুখর সদিয়াল

0
128

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

কোজাগরী লক্ষ্মী পূজা ঘিরে উন্মাদনা দক্ষিন সুন্দরবন জুড়ে। লক্ষ্মী পুজোতেও থিমের হিড়কে মেতেছেন গ্রামের প্রবীন নবীন থেকে দর্শনার্থীরা।

festival about laxmi puja | newsfront.co
নিজস্ব চিত্র

গ্রামের বড় পূজা বলতে লক্ষ্মীপূজা। যেটাকে নিয়ে উৎসব মুখর হয়ে থাকেন দক্ষিন সুন্দরবনের মথুরাপুর ১নং ব্লকে সদিয়াল গ্রাম।

চার থেকে পাঁচ হাজার মানুষের বাস এই গ্রামে। একটা সময় জঙ্গল পরিস্কার করে বসত গড়তে শুরু করেন প্রত্যন্ত এলাকাবাসি। অর্থ সঙ্কটে মানুষ দিশেহারা হয়ে পরেছিলেন সদিয়াল গ্রামে প্রতিটি মানুষ। অশুভ ছায়া গ্রাস করেছিল সদিয়াল গ্রামকে।

নিজস্ব চিত্র

গ্রামের মানুষদের সহযোগে শুরু হয় মা লক্ষ্মীর আরাধনা। বারো মাসে তেরো পার্বন গ্রামের মানুষদের মনে প্রানে থাকলেও মা লক্ষ্মী পূজা অন্য মাত্রা নিয়েছে সদিয়াল গ্রামে। গ্রামে রয়েছে দুটি বড় পূজা। প্রতিটি বাড়িতে গৃহস্থ দেবী মা লক্ষ্মী পূজিত হলেও। থিম পূজা নিয়ে মেতে থাকেন সদিয়ালবাসী কোথাও কেরালার বন্যা তো কোথাও থীম চিনের মন্দির।

নিজস্ব চিত্র

একদিকে যেমন সদিয়াল কিশোর সংঘের উদ্যোক্তারা দর্শনার্থীদের সামনে চারযুগ সত্য, দ্বাপর, ক্রেতা, কলির দৃশ্য তুলে ধরেছেন। কেরালার বন্যা পরিস্থিতি তুলে ধরেছেন কিশোর সংঘের উদ্যক্তারা। মা লক্ষ্মী খর ও ধান দিয়ে প্রতিমা তৈরী হয়েছে এই পূজা মন্ডপে।

আরও পড়ুনঃ বিগ বাজেটের লক্ষ্মী পুজো ঘিরে জমজমাট পূর্ব মেদিনীপুর

নিজস্ব চিত্র

অন্যদিকে সদিয়াল জনকল্যান সমিতি এবারের থিম চিনের মন্দির। মন্দিরটি নির্মিত থার্মোকল দিয়ে। প্রতিমা নির্মিত হয়েছে পাট জাতীয় দ্রব্য ও কাঠের আঁশ দিয়ে। এবারের প্রতিমা থিম বীরের প্রভূভক্তি। যেখানে মা লক্ষ্মী মর্তে এসেছেন বীর ভাই গনেশকে নিয়ে।

ঠিক তেমনি সত্যযুগে রাম ভক্ত বীর হনুমানকে তুলে ধরা হয়েছে। সাতদিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। দুঃস্থদের বস্ত্র বিতরন থেকে বিচিত্রানুষ্ঠান গ্রামে প্রতিটি বাড়িতে লক্ষ্মী পূজা হলেও থিম পূজায় মাতেন সদিয়াল গ্রামের প্রবীন থেকে নবীনেরা।

সদিয়াল, কৃষ্ণচন্দ্রপুর, খরবাটি, দত্তেরচক কাশীনগর থেকে মানুষ আসেন সদিয়ালে মা লক্ষ্মীর দর্শনে। পূজা ঘিরে আত্মীয় সমাগমে উৎসব মুখর হয় সদিয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here