নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুলিশের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ বাড়াতে গৌড়বঙ্গের তিন জেলায় শুরু হয় ক্ষেত নদী উৎসব।মালদা পুলিশের উদ্যোগে প্রতিটি পুলিশ থানার পঞ্চায়েত স্তরে অনুষ্ঠীত হয় ক্ষেত নদী উৎসব উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।২০১৮ সালের শেষের দিকে শুরু হয় জেলা জুড়ে বিভিন্ন প্রতিযোগিতা গুলি। বুধবার ক্ষেত নদী উৎসবের জয়ী প্রতিযোগী ও ক্লাবগুলিকে পুরুষ্কৃত করা হয়।
আরও পড়ুনঃ অনুদানের টাকায় কাটছে ফাইন, বাড়ছে ক্ষোভ
এদিন মালদা সত্যচৌধুরি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয় এক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান।উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য,জেলাপরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল,জেলাপুলিশ সুপার অর্নব ঘোষ,উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর সহ জেলা পুলিশে একাধিক কর্তা আধিকারিকেরা।
এদিন জেলার বিভিন্ন প্রান্তের মোট ২৫২টি ক্লাবকে দশ হাজার টাকা অর্থিক সাহায্য করা হয় এছাড়াও ২৯১ জন খেলোয়াড়কে এক হাজার টাকা করে অর্থিক সাহায্য প্রদান করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584