রায়গঞ্জে রবীন্দ্র,নজরুল ও সুকান্ত উৎসবের আয়োজন

0
135

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

the festival of rabindranath nazrul and sukanta
নিজস্ব চিত্র

গত মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল সুকান্ত উৎসব। রায়গঞ্জ সুপার মার্কেটের ওয়াই,এম,এ ভবনে এই উৎসব হয়। এই সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে অখিল ভুবন বিদ‍্যার্থী প্রতিষ্ঠান।

রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ শহরের সাহিত্য ও সংস্কৃতি প্রেমী একাধিক মানুষ যোগ দেওয়ায় অনুষ্ঠানটি যেন এক আনন্দঘন পরিবেশ হয়ে ওঠে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী চন্দ্রা দত্ত।

এরপর প্রতিষ্ঠানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুকুমার ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুস্পস্তবক নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী গৌরাঙ্গ চন্দ্র কর, পল্লবী সরকার, পিয়ালী প্রসাদ, সৃজিতা কর এবং তবলায় সহযোগিতা করে প্রণব কুমার সরকার।

আরও পড়ুনঃ নেপালি সাহিত্য সভার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দীপক চন্দ্র বর্মন ও প্রবীণ কবি অরুণ চক্রবর্তী ।

অনুষ্ঠানের মঞ্চে কবিতা পাঠ করেন কবি বঙ্কিম কুমার বর্মন, কল্লোল বন্দ‍্যোপাধ‍্যায়, অনাথবন্ধু মাহাতা, প্রদীপ কুমার রায় ও সাহিদা খাতুন। মাধ‍্যমিক পরীক্ষায় রায়গঞ্জ ব্লকে ভাল ফলাফল করায় সংবর্ধনা দেওয়া হয় ছাত্রী সৃজিতা করকে । সমগ্র অনুষ্ঠানটির সু-সঞ্চালনা করেন অখিল ভুবন বিদ‍্যার্থী প্রতিষ্ঠানের ‌সেক্রেটারি অরিন্দম প্রামাণিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here