টোটো-অটোচালকদের সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর

0
77

সুদীপ পাল,বর্ধমানঃ

the fight between auto driver and toto driver
নিজস্ব চিত্র

টোটো এবং অটো চালকদের সংঘর্ষে দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকা একেবারে রণক্ষেত্রের চেহারা নিল৷ দু’পক্ষের আহতের সংখ্যাও দশজনের মত।

যাত্রী তোলাকে কেন্দ্র করে এই বিবাদ বাধে। প্রথমে কথা কাটাকাটি সেখান থেকে হাতাহাতি ও তারপরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় পুলিশকে লাঠিচার্জ করতে হয় বাধ্য হয়ে। দুই পক্ষই শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর কর্মী।

the fight between auto driver and toto driver
আহত।নিজস্ব চিত্র

মহম্মদ সিকন্দর নামে এক টোটো চালক ও উত্তম প্রধান নামে এক অটো চালক গুরুতর আহত হয়েছেন।

একজনকে মহকুমা হাসপাতালে ও অন্যজনকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক’জন জন যাত্রী অটো বা টোটোতেে উঠবেন এই নিয়ে শুরু হয় বিবাদ। বস্তুত আগে দুর্গাপুরের শুধু অটো চলত। কিন্তু টোটো আসার পর থেকে অটো ব্যবসায়ীরা মনে করেন তারা ব্যবসাতে মার খাচ্ছেন।

আরও পড়ুনঃ ইলামবাজারে ডাম্পারের সাথে মারুতির সংঘর্ষে মৃত ১

অন্যদিকে টোটো চালকদের একই বক্তব্য। আগে থেকেই এই বিবাদ ছিল। আজকের পরিস্থিতি তাতে আরও ভয়াবহ করে তুলল।

দুই পক্ষই দু’পক্ষকে এই ঘটনার জন্য দায়ী করে দুর্গাপুর শহরে টোটো এবং অটো পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করেছে। পরিষেবা বন্ধ করার জেরে দুর্গাপুরের মানুষ পড়েছেন অতাাান্তরে। টাউন সার্ভিস বাস চললেও দুর্গাপুরের মানুষরা টোটো এবং অটোর উপর নির্ভর করে ব্যাপকভাবে।

অটো পরিষেবা নিয়ে দুর্গাপুরের মানুষ আগেও অভিযোগ জানিয়েছিলেন। এখন প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যা সমাধান চাইছেন দুর্গাপুরবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here