ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

রেললাইন থেকে উদ্ধার হল জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফা। ঘোর জল্পনা শুরু হয়েছে যে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
German minister committed suicide over COVID 19 crisis worries. The finance minister of Germany's Hesse state Thomas Schaefer was found dead near a railway track. He has apparently committed suicide. He was deeply worried over the economic fallout from the COVID 19 crisis.
— Prasar Bharati News Services (@PBNS_India) March 29, 2020
শনিবার জার্মানির হোচাইম শহরে হাই স্পিড ট্রেন লাইনের উপর থেকে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়।প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে যে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। জানা গেছে যে বেশ কিছুদিন ধরে তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন। করোনার প্রাদুর্ভাব থেকে অর্থনীতিকে কিভাবে বাঁচাবেন সেই ভাবনায় ভাবিত ছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584