বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া টুম্বাজোত এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস কুমার সরকারের বাড়ির পাশ থেকে তাজা নয় রাউন্ড কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে যে,এদিন স্থানীয়রা প্রথমে রাস্তার পাশে ওই কার্তুজ গুলিকে দেখতে পান।খবর দেন পুলিশকে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাটিগাড়া থানার পুলিশ।এরপর পুলিশ গিয়ে কার্তুজ গুলিকে উদ্ধার করে নিয়ে যায়।তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।
আরও পড়ুনঃ পূর্বতন মাওবাদী মুক্তাঙ্গন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস কুমার সরকার বলেন যে,কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজ সামরিক বাহিনীর ব্যবহার করেন।তবে রীতিমত এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।সমগ্র বিষয়টি পুলিশকে জানিয়েছি।
প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই মাটিগাড়া এলাকায় শূন্যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠেছিল।এইবার কার্তুজ উদ্ধারের ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584