নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বর্জ্য পদার্থ মজুদকারী গোডাউনে আগুন। আগুনে ভষ্মিভূত প্লাস্টিক ভাঙ্গা থেকে শুরু করে সমস্ত বর্জ্য পদার্থ।অভিঘাতের সন্দেহ গোডাউন মালিকের।মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহর লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে হোসনাবাদ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগে যায়।
পুড়ে ছাই হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সমস্ত বজ্র পদার্থ। ঘটনার পর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের মালিক শফিক খানের দাবি, কেউ বা কারা আগুন লাগিয়েছে তার গোডাউনে। তার মেয়ে নাসরিন খাতুন অবশ্য নিজের ভাইয়ের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ তুলেছে।
আরও পড়ুনঃ কাকদ্বীপে সবজি মার্কেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১৪ টি দোকান
তার দাবি, গত রাতে তার ভাই তালিম খানের সঙ্গে গন্ডগোলের সময় সে সব কিছু শেষ করে দেওয়ার হুমকি দেয়। এরপরে আজ সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় সন্দেহের তীর তার ভাইয়ের দিকে। জাতীয় সড়কের ধারে আগুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে আগুন লাগল খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584